সত্যজিতের টানে কলকাতায় বিশ্বখ্যাত পরিচালক, শোনালেন সুখবর

সত্যজিতের টানে কলকাতায় বিশ্বখ্যাত পরিচালক, শোনালেন সুখবর
ভাষা যা-ই হোক, বন্ধুত্বই ছবি বানিয়ে দেয়, বলছেন কিংবদন্তি পরিচালক।
সুদূর ইরান থেকে কলকাতায়  কিংবদন্তি পরিচালক মাজিদ মাজিদি। তাঁর প্রথম ভারতীয় ছবি কি জানাবে মেঘের ওপারে কী আছে? 
এ কোনও প্রশ্ন নয়। উত্তর সন্ধানের দিকচিহ্ন নয়। অন্তরের গভীরে গিয়ে সত্যের স্বাদ আস্বাদন।

ঠিক যেমনটি হয় মাজিদ মাজিদির ছবিতে। সহজ চরিত্র, জলের মতো সরল-তরল এক কাহিনি থেকেই বেরিয়ে আসে ব্রহ্মাণ্ডের এক কঠিন সত্য। 'চিলড্রেন অফ হেভেন' ছবির সেই ছোট শিশুদু'টি যেমন বুঝিয়েছিল সারা পৃথিবীর সব বড়দের।

কলকাতায় এলেন তিনি। 'বিয়ন্ড দ্য ক্লাউডস' ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর (কয়েকদিন আগেই তিনি কলকাতায় শ্যুটিং করে গিয়েছেন অন্য ছবির) ও মালবিকা মোহানন। এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন বাংলার বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষ।  ভারতীয় ছবির সঙ্গে তাঁর পরিচিতি সত্যজিৎ রায়ের ছবি থেকে। তাঁর ছবি উদ্বুদ্ধ করেছে বরাবর।

নিজের ভাষার গণ্ডি পেরিয়ে অন্য ভাষা, অন্য দেশের ছবি করাটা কি কঠিন ছিল? দোভাষী অনুবাদ করে দিলেন তাঁর উত্তর, ‘‘ছবি তৈরি হয় ভাষা নয়, বন্ধুত্ব দিয়ে। অভিনেতা-অভিনেত্রীরা ভাষার গণ্ডি পেরিয়ে পারস্পরিক সখ্য তৈরি করলে আপনা থেকেই ছবি হয়ে ওঠে সর্বজনগ্রাহ্য।’’

কলকাতায় যাঁর টানে আসা, সেই সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে যাবেন তিনি। আগামী নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবার আসছেন মাজিদ মাজিদি। সেখানে রেট্রসপেকটিভ বিভাগে প্রদর্শিত হবে তাঁর এই ছবিটি। পাশাপাশি মাস্টারক্লাসও নেবেন বিশ্ববরেণ্য পরিচালক।

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ মুক্তি পাবে আগামী ২০ এপ্রিল।