ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প-ম্যাক্রোঁ

ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প-ম্যাক্রোঁ
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রে সফররত ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন ওই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকার বিষয়টিও নিয়ে আসা হবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৫ সালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াইয়ে সম্মত হয়েছিল ইরান। তবে ইরানের সঙ্গে ওই চুক্তির ব্যাপারে সন্দিহান ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য ট্রাম্প, ‌‌‌‘আরও বড় পরিসরে, সম্ভাব্য, একটি চুক্তির’ ব্যাপারে আভাস দিয়েছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশের মধ্যে পারমানবিক ওই চুক্তি হয়েছিল। ওই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১২ মে। এরপর এই চুক্তি আবারও নবায়ন করতে হবে। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছেন।
তাবে এই চুক্তির ব্যাপারে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, এ ছাড়া অন্য কোনো উপায় নেই। 
এদিকে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। তার ওই সফরে ইরানের পরমাণু চুক্তির বিষয়টি আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি প্রত্যাহার করে তবে ‘কঠোর পরিণতি’ হবে বলে হুঁশিয়ার করেছে ইরান।