কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
কিরগিজস্তানকে হারিয়ে এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার কিরগিজস্তানকে ৩-২ সেটে হারায় স্বাগতিকরা। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়েই প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

শিরোপা লড়াইয়ে আগামী শুক্রবার বেলা তিনটায় বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম সেমি-ফাইনালে নেপালকে ৩-০ সেটে হারানো তুর্কমেনিস্তান। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তান খেলবে নেপালের বিপক্ষে।

প্রথম সেটে কিরগিজস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরে যায় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-২০ পয়েন্টে জিতে সমতায় ফেরে হরসিত-আতিকুররা।

তৃতীয় সেটে শুরু থেকে কিরগিজস্তানের সঙ্গে সমানে সমান লড়া বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে ২-১ সেটে এগিয়ে যায়। গ্যালারিতে আসা সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

 চতুর্থ সেটে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। ২৫-১৩ সেটে হেরে যায় দল। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। এক পর্যায়ে ১০-৬ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত কষ্টে ১৫-১৩ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে।
কষ্টের জয়ের পর তুর্কমেনিস্তানের বিপক্ষের ফাইনাল নিয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন কোচ আলি পোর আরোজি।

“খুবই কঠিন ম্যাচ হলো। কিরগিজস্তান খুব শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ ছিল। লম্বা, শারীরিকভাবে তারা আমাদের চেয়ে এগিয়ে। তাদের প্রস্তুতিও ছিল ভালো। আসলে এটাই ভলিবল। এখানে যদি আপনি ম্যাচের নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে হারবেন।”

“কিরগিজস্তানের ওপর চাপ বেশি ছিল। প্রথম সেট জয়ের পর তারা হয়তো ভেবেই নিয়েছিল ম্যাচটা ৩-০ সেটে শেষ করে দিতে পারবে। হয়ত তাদের এই ভাবনার প্রভাবই তাদের খেলায় এবং ম্যাচে পড়েছে।”

“তুর্কমেনিস্তান আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ। খুবই ভালো দল। তবে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারানোয় এটা বলা যায়, ফাইনালটা কারো জন্য সহজ হবে না।”



ট্যাগ :
বাংলাদেশভলিবল