বিরাটের ভাঁড়ারে এবার বিশ্বের অন্যতম দামি সম্পদ, নিজেই জানালেন সেকথা

বিরাটের ভাঁড়ারে এবার বিশ্বের অন্যতম দামি সম্পদ, নিজেই জানালেন সেকথা

চলতি আইপিএল-এর শুরুটা মোটেই মনের মতো হয়নি বিরাটদের। প্রথম ম্যাচেই ইডেনে ভরা স্টেডিয়ামে নাইটদের সামনে শোচনীয়ভাবে হার মানতে হয়েছিল আরসিবিকে।

প্রথম পাতা   খেলা
বিরাটের ভাঁড়ারে এবার বিশ্বের অন্যতম দামি সম্পদ, নিজেই জানালেন সেকথা

চলতি আইপিএল-এর শুরুটা মোটেই মনের মতো হয়নি বিরাটদের। প্রথম ম্যাচেই ইডেনে ভরা স্টেডিয়ামে নাইটদের সামনে শোচনীয়ভাবে হার মানতে হয়েছিল আরসিবিকে।

মাঠের বাইরেও বিরাট শিরোনামে অন্য কারণে। — বিরাটের ইনস্টাগ্রাম
শুক্রবারই আইপিএল-এ আরসিবি দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। আইপিএল-এ বিরাটের কাছাকাছি থাকতে বেঙ্গালুরুতে হাজির থাকতে পারেন অনুষ্কা শর্মা। যাইহোক, ঘরের মাঠে প্রথম ম্যাচে খেলতে নামার আগেই বিরাটের সংসারে চলে এল রাজকীয় অডি গাড়ি। সেই ছবিই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছেন স্বয়ং ভারত অধিনায়ক।


জানা গিয়েছে, বিশ্বের অন্যতম দামি গাড়ি নির্মান সংস্থা অডির ‘দ্য আরএস কুপ ৫’ কিনেছেন বিরাট। নেভি ব্লু গাড়ির সঙ্গে বিরাট নিজের ইনস্টাগ্রামে জোড়া ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে বিরাট লেখেন, ‘‘তোমার কাছাকাছি রাস্তাতে মোটোস্পোর্টস নিয়ে এলাম৷ মেসিনের মাস্টারপিস৷’’ জানা গিয়েছে, বিরাটের ‘মেশিন’-এর দাম ১ কোটি ১০ লক্ষ ৬৫ হাজার টাকা।


চলতি আইপিএল-এর শুরুটা মোটেই মনের মতো হয়নি বিরাটদের। প্রথম ম্যাচেই ইডেনে ভরা স্টেডিয়ামে নাইটদের সামনে শোচনীয়ভাবে হার মানতে হয়েছিল আরসিবিকে। ব্যাট হাতে কোহলি নিজের সেরা ছন্দে দেখা না গেলেও ৩৩ বলে ৩১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে গিয়েছিলেন। ম্যাচের পর দিল্লির রঞ্জি দলের সতীর্থ নীতিশ রানাকে একটি ব্যাটও উপহার দিয়েছিলেন তিনি।

যাই হোক, হার ভুলে নতুনভাবে চিন্নাস্বামীতে শুরু করতে চাইছেন যুবরাজ-অশ্বিনদের বিরুদ্ধে। গ্যালারিতে স্ত্রী-র সমর্থন পেয়ে অডি গাড়ির মতো বাইশ গজে মসৃণ গতিতে ব্যাট করতে পারেন কিনা, সেদিকেই আপাতত নজর।