সমর্থকরাও বার্সাকে সম্মান জানানোর বিপক্ষে
রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 'গার্ড অব অনার' দেবে কিনা তার উপর একটি ভোটাভুটি হয়ে গেছে। কিন্তু ভোটের ফল বলছে রিয়ালের উচিত বার্সাকে গার্ড অব অনার না দেওয়া।
দ্বিতীয় এল ক্লাসিকোর আগে যদি রিয়াল-বার্সার কোন দল লা লিগার শিরোপা নিশ্চিত করে তবে জয়ী দলকে ম্যাচ শুরু হওয়ার আগে সম্মাননা দেওয়ার প্রথা চালু আছে। কিন্তু বার্সা গত বছর রিয়াল মাদ্রিদকে এই সম্মাননা দেয়নি। আর তাই এবার বার্সা যদি দ্বিতীয় এল ক্লাসিকোর আগে শিরোপা নিশ্চিত করে তবে রিয়াল তাদের গার্ড অব অনার দেবে না বলে জানান দলটির কোচ। এরপর মার্কা সমর্থকদের মধ্যে অনলাইনে একটি ভোটাভুটির ব্যবস্থা করে।
ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মার্কা ইংরেজিতে যে ভোট নিয়েছে তাতে ১৬ হাজার ভক্ত ভোট দিয়েছেন। তাদের মধ্যে মাত্র ৩৭ ভাগ মনে করে রিয়ালের উচিত বার্সাকে গার্ড অব অনার দেওয়া। বাকি ভোটারা গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে।
তবে স্প্যানিশ ভাষায় যে ভোট হয়েছে তাতে প্রায় সমান সংখ্যক ভোটার হ্যাঁ এবং না ভোট দিয়েছেন। ওয়েবসাইটটিতে এক লাখ ১৫ হাজার সমর্থক মতামত দিয়েছেন। এদের মধ্যে ৫২ শতাংশ মনে করেন রিয়ালের গার্ড অব অনার না দেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে। বাকি ৪৮ শতাংশ বার্সাকে গার্ড অব দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
এরআগে বার্সেলোনার জেরার্ড পিকে বলেন, 'রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে কি করে সেটা দেখার জন্য তার রাতে ঘুম হচ্ছে না।' আর রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস বলেন, 'তারা কোচের কথার সম্মান করেন।' কোচ যেহেতু বলেছেন গার্ড অব অনার দেবেন না সেহেতু তারা এটা নিয়ে ভাবছেন না।