সচিনকে মারাত্মক অপমান অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের, ড্যামেজ কন্ট্রোলেও মিটল না ক্ষোভ
ভারতের হয়েই খেলেই বিশ্ব ক্রিকেটের আইকন তিনি। বিশ্বের হৃদয় জয় করেছেন ভারতের জার্সিতে খেলেই।
মঙ্গলবারেই সচিন পা দিলেন ৪৫ তম জন্মদিনে। বিশ্ব ক্রিকেট উত্তাল মাস্টার ব্লাস্টারের জন্মদিনের উদযাপনে। চিরপ্রতিদ্বন্দ্বী বহু পাক সমর্থকও সচিনের জন্মদিনে উইশ করেছেন। এমন অবস্থাতেই বিতর্ক তৈরি করল ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। রীতিমতো পোস্ট করে সচিনকে অপমান করার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার এই ওয়েবসাইটের বিরুদ্ধে।
আসলে সচিনের সঙ্গেই ২৪শে এপ্রিল ড্যামিয়েন ফ্লেমিংয়েরও জন্মদিন। সেই উপলক্ষেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যায় ফ্লেমিংয়ের বলে রীতিমতো বিব্রত হচ্ছেন কিংবদন্তি ভারতীয়। সচিনকে আউট করেন দেন শেষ পর্যন্ত ফ্লেমিং।
এতেই ক্ষুব্ধ বিশ্বজোড়া ক্রিকেট সমর্থকরা। তাঁদের বক্তব্য, ফ্লেমিংয়ের মতো এক সাধারণ ক্রিকেটারকে শিখণ্ডী খাড়া করে সচিনকে মারাত্মক অপমান না করলেও পারত।
অবস্থা বেগতিক দেখে পরে অবশ্য সচিনের দুরন্ত সমস্ত শটের সংকলিত এক ভিডিও শেয়ার করে। ততক্ষণে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ঘটনাচক্রে ক্রিকেট অস্ট্রেলিয়া কী ভুলে গেল কোনও এক ২৪ এপ্রিল সচিন শারজায় ধ্বংস করেছিলেন ম্যাকগ্রাথদের!