‘ফিনিশার’ ধোনি অতীত! আইপিএল-এ এবার নয়া ভূমিকায় মাহি, ফাঁস রণকৌশল


‘ফিনিশার’ ধোনি অতীত! আইপিএল-এ এবার নয়া ভূমিকায় মাহি, ফাঁস রণকৌশল

সদ্যই পদ্মভূষণ সম্মান পেয়েছেন স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে। তবে ক্রিকেটীয় ক্ষেত্রে অন্য ভূমিকায় দেখা যেতে পারে।
বদলে যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা। আর ফিনিশার নয়, এবার ইনিংস গড়ার কাজে  গঠনমূলক ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেন কুল-কে। ফিনিশার হিসেবে বিশ্ব ক্রিকেটে সমাদৃত তিনি। নির্বাসন কাটিয়ে চেন্নাই সুপার কিংস এবার প্রত্যাবর্তন করেছে আইপিএল পরিবারে। ফিরেই চেন্নাই কর্তারা নিয়ে এসেছেন ধোনিকে। সদ্যই পদ্মভূষণ সম্মান পেয়েছেন স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে। তবে ক্রিকেটীয় ক্ষেত্রে অন্য ভূমিকায় দেখা যেতে পারে।

তবে ধোনির ব্যাটিং পজিশন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। কারণ হিসেবে, বিশেষজ্ঞরা দাবি করছিলেন নেমেই ধুমধড়াক্কা খেলা নয়। বরং মাহির উচিত ব্যাটিং অর্ডারে একটু থিতু হয়ে শেষ প্রহরে রণংদেহী মূর্তি ধরা। বিশেষজ্ঞদের সেই যুক্তিতেই শিলমোহর দিয়ে সিএসকে কোচ স্টিভন ফ্লেমিং এবার ইঙ্গিত দিলেন, ধোনিকে ব্যাটিং অর্ডারে আরও উপরের দিকে ভাবা হচ্ছে।

এক সর্বভারতীয় প্রতিবেদনে ফ্লেমিং বলেছেন, ‘‘ধোনিকে ব্যাটিং অর্ডারে অপেক্ষাকৃত উপরে আনা হবে। তবে কন্ডিশনের উপরে নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যাটসম্যান হিসেবে ওঁকে আরও বড়সড় ভূমিকায় ভাবা হচ্ছে। আমাদের স্কোয়াডে কেদার যাদব, অম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভোরা আছে। তাই মিডল অর্ডার নিয়ে কিছু আলাদা পরিকল্পনা রয়েছে।’’ এরপর কিউয়ি কোচের বক্তব্য, ‘‘আমাদের স্কোয়াডের দিকে তাকান, একাধিক বৈচিত্র্যময় ক্রিকেটার রয়েছে। তাই একাধিক অপশন আমাদের সামনে রয়েছে।’’

ফিনিশার নয়, নয়া ভূমিকায় সফল হওয়াই আপাতত চ্যালেঞ্জ ‘ক্যাপ্টেন কুলের’ কাছে। নতুন ভূমিকায় নতুন অবতারে সফল হবেন ধোনি? সময়-ই দেবে উত্তর।