সামনে কেকেআর। ম্যাচের আগেই বিরাট ধাক্কা ধোনির চেন্নাইয়ের

সামনে কেকেআর। ম্যাচের আগেই বিরাট ধাক্কা ধোনির চেন্নাইয়ের 
প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। একেবারে খাদের কিনারা থেকে কামব্যাক করেছে ধোনির দল। ক্যারিবিয়ান সুপারস্টার ডোয়েন ব্র্যাভোর ব্যাট মুম্বইয়ের বিরুদ্ধে জয় এনে দেয়। মঙ্গলবার সামনে কেকেআর। তার আগে বড় সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস।


সদ্য শুরু হয়েছে আইপিএল টুর্নামেন্ট। প্রত্যাবর্তন হতে না হতেই বড় সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। 

মঙ্গলবার আবার কেকেআর-এর সামনে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচের আগেই বড় সড় ধাক্কা খেল মহেন্দ্র সিংহ ধোনির দল। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য কেদার যাদব এবারের আইপিএল থেকে একেবারে ছিটকেই গেলেন। 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান কেদার। আর এই চোটই কাল হল। আইপিএল-এর বাকি ম্যাচগুলোয় দেখা যাবে না কেদার যাদবকে। 

চেন্নাইয়ের কোচ মাইকেল হাসি জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে কেদার আর খেলতে পারবে না। 

কেদার যাদবের হ্যামস্ট্রিংয়ের স্ক্যান রিপোর্ট এসে পৌঁছেছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের হাতে। খুব সম্ভবত কেদার যাদবের গ্রেড টু টিয়ার রয়েছে। কেদার যাদবের বিকল্প এখনও বেছে নেয়নি চেন্নাই সুপার কিংস। 

প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। একেবারে খাদের কিনারা থেকে কামব্যাক করেছে ধোনির দল। ক্যারিবিয়ান সুপারস্টার ডোয়েন ব্র্যাভোর ব্যাট মুম্বইয়ের বিরুদ্ধে জয় এনে দেয়। কেদার যাদবের না থাকা কিন্তু চেন্নাইকে ব্যাকফুটেই রাখছে। 

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময়ে চোট পেয়ে ডাগ আউটে ফিরে গিয়েছিলেন কেদার যাদব। এর পর ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে চেন্নাই। শেষ ওভারে চোট নিয়েও খেলতে নামেন কেদার। ছক্কা ও চার মেরে দলের জয় এনে দেন তিনি। এর পরেই নেমে আসে বিপর্যয়। জানা যায়, কেদার যাদব ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।