মার্কিন হাউজ অফ কমার্স-এর মুখোমুখি হবেন জাকারবা

মার্কিন হাউজ অফ কমার্স-এর মুখোমুখি হবেন জাকারবা
ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা ও প্রতিষ্ঠান তা কীভাবে ব্যবহার করছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে যুক্তরাষ্ট্রের হাউজ অফ কমার্স কমিটি’র মুখোমুখি হবেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

ফেইসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ডেটা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অপব্যবহার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় কাজ করা ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা,- এই অভিযোগ উঠার পর থেকে এই কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে আছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। 

আসছে ১১ এপ্রিল, বুধবার জাকারবার্গ এই কমিটির মুখোমুখি হবেন বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

কমিটির চেয়ারম্যান গ্রেগ ওয়ালডেন এবং সদস্য ফ্র্যাংক প্যালোন জুনিয়র জাকারবার্গ-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “গুরুত্বপূর্ণ ভোক্তা ডেটা প্রাইভেসি বিষয়ে আলোকপাত করতে আর অনলাইনে সব মার্কিনির ব্যক্তিগত তথ্য নিয়ে কী করা হয় তা তাদেরকে বুঝতে সহায়তায় এই শুনানি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও যুক্তরাজ্যের পার্লামেন্টের মুখোমুখি হতে ডাকা হয়েছে জাকারবার্গ-কে। জাকারবার্গ কংগ্রেসের সামনে যেতে পারবেন বলে খবর বের হলেও, ব্রিটিশ পার্লামেন্টের সামনে তিনি সশরীরে হাজির হবেন না। সেখানে তার পক্ষ থেকে ফেইসবুকের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠানোর কথা জানানো হয়।

বর্তমানে ফেইসবুক ভোটারদের সঙ্গে রাজনীতিবিদদের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।