আন্তর্জাতিক
এভারেস্ট জয়ে ২২তম যাত্রা!
৪৮ বছর বয়সী নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। ছবি: সংগৃহীত
'এভারেস্ট বিজয়' পর্বতারোহীদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ৪৮ বছর বয়সী নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপার কথা আলাদা। তিনি এরইমধ্যে ২১ বার এভারেস্টের চূড়া থেকে ঘুরে এসেছেন। এবার তিনি রওনা হলেন ২২তম বার এভারেস্ট বিজয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে।
২১ বার এভারেস্ট বিজয়ের রেকর্ডটির অংশীদার কামি ছাড়াও আরও দুইজন নেপালি পর্বতারোহী। কিন্তু বাকি দুইজন ইতোমধ্যেই অবসরে চলে গেছেন। ফলে এবারের যাত্রায় সফল হলে নিজেকে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ এভারেস্ট আরোহী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তিনি।
স্থানীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের শেরপা সম্প্রদায় ও দেশের নাম উজ্জ্বল করতে এই ঐতিহাসিক প্রচেষ্টায় অংশ নিচ্ছি আমি।
কামি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন ১৯৯৪ সালে। তার সর্বশেষ যাত্রাটি ছিল গত বছর মে মাসে।
এভারেস্ট বিজয়ের সময় বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করেন কামি। এবারের যাত্রায় তিনি যুক্তরাষ্ট্র ও জাপানের ২৯ সদস্যের একটি দলকে গাইড করবেন।
রোববার (১ এপ্রিল) তারা এভারেস্টে বেজ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন। আরও দুসপ্তাহ পর শুরু হবে তাদের মূল যাত্রা।