মোস্তাফিজকে নিয়ে মেতে আছে মুম্বাই

মোস্তাফিজকে নিয়ে মেতে আছে মুম্বাই (ভিডিও)

অনুশীলনে মোস্তাফিজ ( ছবিটি পোস্ট করেছে মুম্বাই) 
আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। দলের সাথে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এই পেস সেনসেশনের আগের দল সানরাইজার্স হায়দারাবাদের মতো মুম্বাইও মেতে আছে তাকে নিয়ে। প্রতি নিয়ত তার খবরাখবর দলটির অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে দেয়া হচ্ছে। সেটা মোস্তাফিজের ঢাকা ছেড়ে মুম্বাইয়ের আসার খবর হোক অথবা অনুশীলনের।

সোমবার মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মুম্বাই। সেখানে ইংলিশ ও বাংলা মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি মজা করে লিখেছে, 'আপনাদের জন্য ভালো খবর আছে।' এখানে 'ভালো খবর' শব্দ দুটি (Bhalo Khobor) বাংলায় লেখা হয়েছে।


মুম্বাইয়ে পৌঁছে হাসি মুখে মোস্তাফিজ (ভিডিও থেকে নেয়া)

সেখানে আরো লেখা হয়েছে, মোস্তাফিজ মুম্বাই চলে এসেছেন। মুম্বাইকে নিজের বাড়ির মতোই মনে করছেন তিনি।

এরপর মজা করে লিখেছেন, 'চলুন এই সুপারস্টারকে একটু হিন্দি ভাষা শিখাই, কী বলেন শিখাব?'





ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকা থেকে মোস্তাফিজ মুম্বাইয়ে পৌঁছেছেন, বিমানবন্দরে চেক ইন করেছেন। মোস্তাফিজ ইংরেজিতে, 'ফার্স্ট ইয়ার, নিউ টিম' বলেই বাংলায় জানিয়ে দিয়েছেন তার ভালো লাগার কথা, 'অনেক ভালো লাগছে। আশা করি, এই ভালো লাগাটা সামনে আরো এগিয়ে নেবে।' টিম হোটেলে চেক ইন করে রুমের চাবি বুঝে নেয়ার পর তার মুখে হাসি।

আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই বার প্রথম শিরোপা জিতেছিল দলটি। এতে সবচেয়ে বেশি অবদান ছিল মোস্তাফিজেরই। এছাড়া তিনি হয়েছিলে সেরা উদীয়মান ক্রিকেটারও।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজের যাত্রা শুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। এবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন এই পেস সেনসেশন। ইতোমধ্যে মুম্বাইয়ে পৌঁছে গেছেন। যাত্রা শুরু করেছেন মুম্বাই ইন্ডয়ান্সের হয়ে। অনুশীলন করছেন। সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিদিনের আপডেট জানাচ্ছেন মোস্তাফিজ। মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের ব্যাগ নিয়ে গতকাল ছবি পোস্ট করেন তিনি। লিখেন, 'রোমাঞ্চিত। মুম্বাইয়ের ক্যাম্পে যোগ দিতে তর সইছে না।'


এর ঘণ্টা খানেক পর মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ছবি শেয়ার করেন তিনি। তাতে বোঝা যাচ্ছে, অনুশীলনের পর জসপ্রিত বুমরাহ সাথে মাঠে বিশ্রাম নিচ্ছেন মোস্তাফিজ।

আজ দুপুরে আরো একটি ছবি পোস্ট করেন এই পেসার। তবে সেটি বোলিং নয়, ব্যাটিংয়ের। তার মানে এবার আইপিএলে ব্যাট হাতেও সরব দেখা যাবে মোস্তাফিজকে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'Practice makes a man perfect.'

এই সব দেখে বোঝা যাচ্ছে, দলের সাথে মানিয়ে নিয়েছেন মোস্তাফিজ। তাকে নিয়ে মুম্বাইয়ের আগ্রহ ছিল নিলামের আগে থেকেই। দলে ভেড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। নিলামের দিন মোস্তাফিজকে সহজে পেয়ে যাওয়ায় মালিক নিতা আম্বানির উচ্ছ্বাস দেখে তা সহজেই বোঝা গেছে। দুই কোটি ২০ লাখ রুপিতে এই কাটার মাস্টারকে দলে নেয় তারা।





মোস্তাফিজকে নিয়ে দলটির উচ্ছ্বাস এখনও অব্যাহত। তাদের টুইটার ও ফেসবুক পেজে বাংলাদেশের এই কাটার মাস্টারের ছবি শোভা পাচ্ছে কয়েকদিন ধরেই। সেটা মোস্তাফিজের মুম্বাইয়ে পৌঁছানো হোক অথবা অনুশীলন।

মোস্তাফিজ সেখানে পৌঁছালে নিজেদের পেজে ছবি পোস্ট করে জানায় মুম্বাই। ক্যাপশনের মুম্বাই ইন্ডিয়ান্স লিখে, 'সে এখানে (মোস্তাফিজ)। ব্যাগ ভর্তি কৌশল নিয়ে মোস্তাফিজুর রহমান পৌঁছেছেন।'

পরে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, 'রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর। সেরা তিন তারকা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দিয়েছেন।'


আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদে। তার আগুন ঝরানো পারফরমেন্সে দলটি প্রথমবারের মতো শিরোপা জিতেছিল। আর মোস্তাফিজ পেয়েছিলেন সেরা উদীয়মানের খেতাব। গত বছরও দলটির হয়ে খেলেছিলেন তিনি। তবে কয়েকটি ম্যাচ। ইনজুর থাকায় নিজেকে মেলে ধরতে পারেননি। এই বছর নতুন নিয়মের কারণে তাকে দলে রাখেনি হায়দরাবাদ। সেই সুয়োগ লুফে নিয়েছে মুম্বাই। আগামী ৭ এপ্রিল উদ্বোধনী ম্যাচ কেরবে মোস্তাফিজের দল মুম্বাই। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।