জিদানের কাছে ‘অপ্রাসঙ্গিক’ কার্ডিফের সেই জয়

জিদানের কাছে ‘অপ্রাসঙ্গিক’ কার্ডিফের সেই জয়
সাফল্যের স্মৃতিও রোমন্থন করতে রাজি নন জিনেদিন জিদান। ইউভেন্তুসের বিপক্ষে আরেকটি লড়াই সামনে রেখে তাই রিয়াল মাদ্রিদ কোচ পরিষ্কার জানিয়ে দিলেন, কার্ডিফের সেই স্মৃতি মনে রাখছেন না তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। গতবার ইউভেন্তুসকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উৎসব করেছিল রিয়াল।

তুরিনে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কার্ডিফের সেই স্মৃতি মনে করতে চাইলেন না জিদান।

“বরাবর আমরা যেটা করি, এ ম্যাচও ভালোভাবে খেলার চেষ্টা করব। এ ম্যাচের সঙ্গে কার্ডিফের সম্পর্ক নেই। আমরা এটা নিয়ে ভাবতে পারি না। প্রতিটি ম্যাচই এর নিজের মতো। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে; কেননা, ম্যাচটি দুটি দলের জন্য গুরুত্বপূর্ণ।”

“এটা ১০ মাস হয়ে গেছে; ইউভেন্তুস এখন পুরোপুরি আলাদা একটা দল। (কার্ডিফে) যেটা হয়েছে, সেটা হয়ে গেছে। ইউভেন্তুস সবসময়ই শক্তিশালী এবং তারা সেটা প্রমাণ করছে। তারা একটা পরিপূর্ণ দল এবং তারা রক্ষণে-মাঝ মাঠে এবং সামনে কি করে, সেটার দিকেই মনোযোগ দেওয়া প্রয়োজন।”

প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে গিয়ে চলতি মৌসুমটা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ভালো না যাওয়াটাও অকপটে স্বীকার করে নেন জিদান।

“কার্ডিফে খেলা খেলোয়াড় আর এ ম্যাচ খেলতে যাওয়া খেলোয়াড় প্রায় একই। কিন্তু আমরা যতটা ভেবেছিলাম, মৌসুমটা আমাদের ততটা ভালো যাচ্ছে না।”

“ইউভেন্তুস ভালো একটা মৌসুম কাটাচ্ছে। ভালো খেলছে। আমি তাদের ম্যাচ দেখেছি। ইতালিয়ান লিগের সমালোচনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না কিন্তু ইউভেন্তুসের খেলার ভালো একটা স্টাইল আছে।”
ট্যাগ :
জিদানরিয়াল মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগইউভেন্তুস