গেইলের বিধ্বংসী ইনিংসের রহস্য কী! তুলে ধরলেন এক প্রাক্তন ভারতীয়র নাম
আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপ রয়েছে। চাপমুক্ত রাখার জন্য এক বিখ্যাত ক্রিকেটার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গেইলের দিকে।
ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংসের রহস্য কী? ‘ক্যারিবিয়ান দৈত্য’ স্বয়ং সেই রহস্য ফাঁস করেছেন। আর বিধ্বংসী বাঁ হাতি ওপেনার যা বললেন, তাতে কিন্তু খবরের শিরোনামে উঠে এলেন বীরেন্দ্র সহবাগ। গেইল জানিয়ে দিলেন, তাঁর এই মারমুখী ব্যাটিংয়ের পিছনে রয়েছে যোগ আর ম্যাসাজের অবদান।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপ রয়েছে। চাপমুক্ত রাখার জন্য বীরু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গেইলের দিকে। সহবাগের পরামর্শ মতোই যোগ ও ম্যাসাজ বিশেষজ্ঞর দ্বারস্থ হয়েছেন ক্যারিবিয়ান তারকা।
বিধ্বংসী ইনিংসের শেষে বিখ্যাত বাঁ হাতি হাসতে হাসতে বলেন, ‘‘আমার নমনীয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। এই ইনিংসের সাফল্যের পিছনে রয়েছে যোগ আর ম্যাসাজ। আগামী এক সপ্তাহে আমার ফিটনেস আরও বাড়িয়ে নিতে পারব বলে আশা করছি।’’
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গেইলের ইনিংসে সাজানো ছিল ১১টি ছক্কা ও একটি চার। ৬৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। আইপিএল-এ এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। সবমিলিয়ে টি টোয়েন্টি-তে ২১-তম।
এবার আইপিএল নিলামে প্রথম দফায় জায়গা হয়নি গেইলের। দ্বিতীয় দফায় গেইলকে তাঁর বেস প্রাইসে কিনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। গেইল কিন্তু চলতে শুরু করে দিয়েছেন এবারের আইপিএল-এ।