শাহরুখ চান ক্রিকেটের পরিবর্তে আবরাম খেলুক এই ‘বিশেষ’ খেলা! ইডেনেই জানালেন সেই ইচ্ছা

শাহরুখ চান ক্রিকেটের পরিবর্তে আবরাম খেলুক এই ‘বিশেষ’ খেলা! ইডেনেই জানালেন সেই ইচ্ছা 
শাহরুখের স্বপ্ন পূরণ করতে পারে কিনা আবরাম সেটাই এখন দেখার। 

কলকাতা নাইটরাইডার্স-এর মালিক শাহরুখ। আর মালিক নিজেই চান না তাঁর বছর পাঁচেকের ছোট ছেলে আবরাম ক্রিকেটার হোক। কোনও জল্পনা নয়। এমন স্বীকারোক্ত স্বয়ং শাহরুখেরই। 

‘কিং খান’ চান আবরাম বড় হয়ে হকি খেলোয়াড় হোক। দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক এমনটাই চাইছেন শাহরুখ। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে জাতীয় হকি দলের কোচ কবীর খানের ভূমিকায় শাহরুখ অভিনয় করেছেন। তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। সেই ছবি বক্স অফিসে ঝড় তোলে। শাহরুখ নিজেও ছোটবেলা থেকেই হকির ভক্ত। তাই শাহরুখ চান আবরাম বড় হয়ে হকি খেলুক। দেশের হয়ে নামুক। 

রবিবার কেকেআর-এর প্রথম ম্যাচ ছিল আরসিবি-র বিরুদ্ধে। প্রথম ম্যাচেই নাইটরা উড়িয়ে দিয়েছে আরসিবি-কে। দলের খেলা দেখতে ইডেনে উপস্থিত ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুহানা এবং আবরামও। বিরাট কোহলির দলের বিরুদ্ধে জয় দেখার পরে তৃপ্ত শাহরুখ জানিয়েছেন, আবরাম এখনও ক্রিকেট খেলা শুরুই করেনি। ফুটবল খেলে। কিন্তু তিনি আবরামকে হকি খেলোয়াড় হিসেবেই দেখতে চান। চান, ছেলে বড় হয়ে যেন ভারতের হয়ে হকি খেলে। শাহরুখের স্বপ্ন পূরণ করতে পারে কিনা আবরাম সেটাই এখন দেখার।