আইপিএলের বড় অঙ্কের প্রস্তাব লুফে নিলেন হৃত্বিক

 ক্রিকেট
আইপিএলের বড় অঙ্কের প্রস্তাব লুফে নিলেন হৃত্বিক
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল অর্থের বিনিয়মে মঞ্চ মাতানোর কথা ছিল বলিউড তারকা রণবীর সিংয়ের। কিন্তু শেষ মুহূর্তে কাঁধে চোট পাওয়ায় তিনি পারফর্ম করতে পারবেন না বলে বিসিসিআই কর্তাদের জানিয়ে দিয়েছেন। জানা গিয়েছেন, রণবীরের পরিবর্তে আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ধুম’ মাচাবেন আর এক বলিউড তারকা হৃত্বিক রোশন। 

রণবীর সিং ফুটবল খেলতে গিয়ে চোট পান। তাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বলা হচ্ছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলে চোট আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা রণবীরকে জানিয়েছেন। তার পরেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন রণবীর। তখন বিসিসিআইয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় হৃত্বিক রোশনের সাথে।

বিপুল অর্থের প্রস্তাব লুফে নেন কহো না প্যায়ার হো সিনেমার নায়ক। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন হৃত্বিক। সেই ছবিও টুইটারে দিয়েছেন তিনি।

হৃত্বিক ছাড়াও আইপিএলের বোধনে পারফর্ম করবেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, পরিণীতি চোপড়ার মতো ‘বি’ টাউনের নায়ক-নায়িকারা। ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। তার আগে পৌনে এক ঘণ্টা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে বলে জানা গেছে।

আইপিএলে বড় অঙ্কের টাকা হাতছাড়া হলো রণবীরের

কাজের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্টের নিরিখে তিনি নাকি অনেকের থেকেই এগিয়ে। তিনি অর্থাৎ রণবীর সিং। কোনো কাজই নাকি ঝুলিয়ে রাখতে পছন্দ করেন না। তাই অসুস্থতার কারণে আইপিএলে পারফর্ম না করার কথাও আগেই জানিয়ে দিলেন এই অভিনেতা।

শোনা যাচ্ছে, ‘গোলি বয়’-এর শুটিংয়ে কাঁধে চোট পেয়েছেন রণবীর। সে কারণেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না তিনি। এই ছবিতে তিনি এক র‌্যাপারের ভূমিকায় অভিনয় করছেন।

যদিও রণবীরের মুখপাত্র লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, সম্প্রতি একটি ফুটবল ম্যাচে কাঁধে চোট পান রণবীর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস কোনো রকম অতিরিক্ত পরিশ্রম করবেন না তিনি। তবে ‘গোলি বয়’ থেকে ব্রেক নিচ্ছেন না। শিডিউল অনুযায়ী শুটিং করবেন।

আসন্ন আইপিএলে ১৫ মিনিট পারফরম্যান্সের জন্য নাকি পাঁচ কোটি টাকা চেয়েছিলেন রণবীর! সেটা রেকর্ড পরিমাণ বলেই মত ছিল ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। তবে চোটের কারণে পারফর্ম করতে না পারলে পারিশ্রমিকের রেকর্ডও তৈরি হবে না রণবীরের।