নতুন ভূমিকায় জয়জিৎ

নতুন ভূমিকায় জয়জিৎ
ধারাবাহিকের গল্প অনুযায়ী, একটি বাচ্চা মেয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। কলকাতার যে এলাকায় ঘটনাটা ঘটে, সেই থানার ওসি’র চরিত্রেই অভিনয় করবেন জয়জিৎ।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জয় কালী কলকাত্তাওয়ালি’তে এবার মুখ দেখাতে চলেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে এমনটাই। খবর, ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। তবে এই ব্যাপারে এখনই বিশদে কোনও কিছু জানাতে নারাজ তিনি। 

ধারাবাহিকের গল্প অনুযায়ী, একটি বাচ্চা মেয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। কলকাতার যে এলাকায় ঘটনাটা ঘটে, সেই থানার ওসি’র চরিত্রেই অভিনয় করবেন জয়জিৎ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র বেশ কয়েকটি পর্বের শ্যুটিংও সেরে ফেলেছেন অভিনেতা। ইউনিট সূত্রে খবর, ধারাবাহিকের মুখ্য চরিত্র, অভয়া মুখোপাধ্যায়ের (অনন্যা চট্টোপাধ্যায়) সঙ্গেও নাকি সম্মুখ সমরে নামতে দেখা যাবে জয়জিৎকে।

‘জয় কালী কলকাত্তাওয়ালি’তে তাঁর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে জয়জিৎ ‘ওবেলা’কে বলেন, ‘‘ধারাবাহিকটিতে আমি কাজ শুরু করেছি, এটা সত্যি কথা! তবে আমার চরিত্র সম্পর্কে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করছি। আশা করছি, চরিত্রটা দর্শকের পছন্দ হবে।’’