উপমহাদেশ
শত্রুরা হতভম্ব হবে : ইরান
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতা 'জেসিপিওএ' থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইরানের প্রতিক্রিয়ায় শত্রুরা হতভম্ব হবে। এই বক্তব্য মোটেই অতিরঞ্জন নয়।
শনিবার রাজধানী তেহরানে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সালেহি বলেন, ইরান পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়ে কারিগরি দিক থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের প্রস্তুতি দেখে প্রতিপক্ষ হতভম্ব হবে। আমরা আশাকরি আমাদের প্রতিপক্ষের সুমতি ফিরে আসবে।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরো বলেছেন, পারমাণবিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নকশা তৈরির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আশা করি চলতি বছরই নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।
বুশেহরে সাম্প্রতিক ভূমিকম্পে সেখানকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পাঁচ দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্পে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয় নি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি এর চেয়েও অনেক বেশি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে।