সালমানের জেল : হাজার কোটি টাকা লোকসানে বলিউড

সালমানের জেল : হাজার কোটি টাকা লোকসানে বলিউড
বলিউডের হিট মেশিন বলা হয় তাকে। প্রায় ৩০ বছর দীর্ঘ কেরিয়ারে একের পর এক সুপারহিট, মেগাহিট ছবি দিয়েছেন তিনি। কিন্তু কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খান দোষী সাব্যস্ত হওয়ায় বিপাকে পড়েছে বলিউড। সালমানের ওপর এই মুহূর্তে খাটছে ১,০০০ কোটিরও বেশি রুপি।
তার ৫ বছরের কারাদণ্ড হওয়ায় তার আপাতত ঠিকানা কারাগার। নিয়ম অনুযায়ী, কারাদণ্ড তিন বছরের কম হলে তিনি জামিন পেতে পারতেন। কিন্তু এখন তাকে জেলে যেতেই হবে।

সালমানকে জেলে যেতে হলে সঙ্কটে পড়বে ১০০ কোটি রুপি বাজেটের রেমো ডি সুজার রেস ৩। ঈদের সময় ১৫ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। নির্মাতাদের আশা ছিল, আগের দুটি রেস ছবির থেকে এই ছবি বহু গুণ বেশি ব্যবসা করবে, কামাবে ২৫০ কোটির মতো রুপি। কিন্তু নায়কই যদি অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যান, তবে হোঁচট খাবে ছবির প্রমোশন।

রেস ৩-এর পর সলমনের শুরু করার কথা পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ভারত-এর শ্যুটিং। এর আগে আলি আব্বাস ও সালমানের দুটি ছবি সুলতান ও টাইগার জিন্দা হ্যায় সুপারহিট হয়েছে। কিন্তু ২০০ কোটি রুপির মতো বাজেটের এই ছবির ওপর সবচেয়ে বড় বাজি ধরেছেন আলি আব্বাস। ভারত-এ ৫টি আলাদা লুকে দেখা যাবে সালমানকে।

দাবাং ৩-ও দাবাং সিরিজের তৃতীয় ছবি। আগের দুটি ছবি বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু সালমান জেলে গেলে শ্যুটিং শুরু হতে পারবে না।

কিক ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি কিক ২। প্রথম ছবি কিক-এর মতো দ্বিতীয়টিতেও দেখা যাবে সালমান ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। ২০১৯-এর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

এছাড়া সালমানকে দেখা যাওয়ার কথা দস কা দম টেলিভিশন শো-এ। অনুষ্ঠানের প্রোমো মুক্তি পেয়ে গিয়েছে। তার জেল হলে সংশ্লিষ্ট চ্যানেল বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে।

বিগ বস সিজন ১২-এও সঞ্চালকের ভূমিকায় থাকবেন সালমান। এ বছরের শেষে শুরু হতে পারে শ্যুটিং। সালমানের জেল হলে সব কিছু গভীর পানিতে পড়ে যাবে।

সালমান খানের ৫ বছরের জেল

ছিলেন নায়ক। বৃহস্পতিবারের পর হয়ে গেলেন বিতর্কিত নায়ক। বলিউড সুপার স্টার সালমান খানের শরীরে যে লেগে গেল কালির ছিটে।

এতদিন রুপোলি পর্দায় সল্লু নিজেই আইনের রক্ষক হয়ে খলনায়ককে শাস্তি দিতেন। বৃহস্পতিবার জীবনের চিত্রনাট্যে ব্যাপক রদবদল।

লক্ষ্মীবারই কৃষ্ণসার হরিণ হত্যা মামলার যবনিকা পড়ল। জোধপুর আদালত এদিন জানিয়ে দিলো পাঁচ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলো সালমান খানকে। ফলে তাকে কারাগারে যেতেই হচ্ছে।

তিন বছরের কম সাজা হলে জামিন চেয়ে আপাতত জেলে যাওয়া এড়াতে পারতেন তিনি।
সালমানকে ৫ বছরের সাজা দেয়া হলেও বলিউড তারকা সোনালী বেন্দ্রে, সেফ আলি খান, তব্বু, নীলমদের বেকসুর খালাস করে দেয়া হয়েছে। সেদিন তারা সালমানের সঙ্গে থাকলেও আসল দোষী ছিলেন সালমানই, এমনটাই রায় আদালতের।

যদিও সেফ, নীলম, তব্বু, সোনালীকে নির্দোষ ঘোষণা ভালোভাবে নেয়নি বিষ্ণোই সভা। চার বলিউড তারকাকে বেকসুর ঘোষণা করার রায়ের বিরুদ্ধে তারা ফের আবেদন করবে বলে জানা গেছে।

প্রায় বিশ বছর বয়সী পুরনো এই মামলার আদেশ দেন যোধপুরের ডিসট্রিক্ট প্রিজাইডিং অফিসার দেবকুমার খাত্রী।

আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন সাইফ আলী কান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু।

এ মামলায় আরও দুজন অভিযুক্ত ছিলেন -ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে।

গাউরে অবশ্য এখনো পলাতক।

সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ছিলো যে তিনি ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরের কাছে কানকানি গ্রামে দুটি বিরল প্রজাতির হরিণ শিকার করেছেন।

সালমানসহ উল্লেখিত অভিনেতা অভিনেত্রীরা সেখানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়েছিলেন।

৫২ বছর বয়সী সালমান আগেই এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন হরিণ দুটি প্রাকৃতিক কারণেই মারা গেছে।