গাজীকে গুঁড়িয়ে দিলেন শহীদ

গাজীকে গুঁড়িয়ে দিলেন শহীদ
ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয়ের ভিত গড়ে দিলেন মোহাম্মদ শহীদ। বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে দিল লেজেন্ডস অব রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৮ উইকেটে জিতেছে রূপগঞ্জ। ১৫৩ রানের লক্ষ্য ১৬৩ বল হাতে রেখে পেরিয়ে গেছে নাঈম ইসলামের দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজীর। শূন্য রানে ইমরুল কায়েসকে ফেরান শহীদ। মুমিনুল হককে দ্রুত বিদায় করেন আরেক পেসার মোহাম্মদ শরীফ।

গতবারের চ্যাম্পিয়নদের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি একটিই। চতুর্থ উইকেটে জাকের আলীর সঙ্গে ৫১ রানের জুটি গড়েন জহুরুল ইসলাম। কেবল এই দুই ব্যাটসম্যানই যান ত্রিশের ঘরে। সর্বোচ্চ ৩১ রান জহুরুলের, জাকের ফিরেন ৩০ রান করে।

 শেষের দিকে নাঈম হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দেড়শ পর্যন্ত যায় গাজীর সংগ্রহ।
২৬ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার শহীদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সেরা বোলিংয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এই সংস্করণে তার আগের সেরা ছিল ৪/৩০।

ছোট রান তাড়ায় দ্রুত আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। মোহাম্মদ নাঈমের সঙ্গে ৬৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক মিত্র। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৮৩ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

৬১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অভিষেক। মুশফিক ৩২ বলে তিনটি চারে করেন ৩০ রান।

১৫ ম্যাচে দশম জয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রূপগঞ্জ। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে গাজী।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৪ ওভারে ১৫২ (মেহেদি ২১, ইমরুল ০, মুমিনুল ৬, জহুরুল ৩১, জাকের ৩০, নাদিফ ৭, আসিফ ১৭, নাঈম ২৩, আবু হায়দার ৩, আবু নাসের ৩, টিপু ২*; শহীদ ৪/২৬, শরীফ ১/৪৫, মোশাররফ ১/২৮, রসুল ২/২৭, আসিফ ২/১৭)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ২২.৫ ওভারে ১৫৩/২ (মজিদ ৪, নাঈম ৪৫, অভিষেক ৫৭*, মুশফিক ৩০*; আবু হায়দার ১/২৯, আবু নাসের ০/২৪, মেহেদি ০/২৭, নাঈম ০/২৯, টিপু ১/২২, আসিফ ০/১৫)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শহীদ