বিয়ে করছেন প্রবাস, আত্মীয় হবেন চিরঞ্জীবী! চিনে নিন সুন্দরীকে
শোনা যাচ্ছিল প্রভাস নাকি বিয়ে করছেন অনুষ্কা শেট্টিকে।
প্রভাস অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্যই করেননি। ছবি: চিরঞ্জীবী ও বাহুবলীর ফেসবুক পেজ থেকে।
বাহুবলী এখন ইতিহাস। কিন্তু তার আলোয় এখনও আলোকিত প্রভাস। দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তালিকার শীর্ষেই রাখা যায় তাঁকে। কয়েক মাস আগেও শোনা যাচ্ছিল প্রভাস নাকি বিয়ে করছেন অনুষ্কা শেট্টিকে। কিন্তু অনুষ্কা নিজেই সেই খবরকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকাকে নাকি বিয়ে করতে চলেছেন ‘বাহুবলী’!
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকা কোনিডেলা দক্ষিণী ছবির নবাগতা নায়িকা। ২০১৬ সালে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আপাতত তিনি অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘হ্যাপি ওয়েডিং’-এর।
প্রভাস-ভক্তরা অপেক্ষায়, নীহারিকার সঙ্গেই তাঁদের প্রিয় নায়কের ‘হ্যাপি ওয়েডিং’-এর পাকা খবরটা শোনার। যদিও অনুষ্কা ছাড়াও প্রভাসের বিয়ের একাধিক গুজব শোনা গিয়েছে গত বছর খানেক ধরে। তাই চিরঞ্জীবীর ভাইঝির খবরটা নেহাতই ‘গুজব’ বলেই মনে করছেন অনেকে।
নীহারিকা কি প্রভাসের হবু স্ত্রী? ছবি: নীহারিকার ফেসবুক।
চিরঞ্জীবী অবশ্য পুরো বিষয়টিকে ‘গুজব’ বলেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের গুজব ছড়ানো অবিলম্বে বন্ধ করা উচিত।
প্রভাস অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্যই করেননি। তিনি এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সাহু’ নিয়ে।