আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)১১ তম আসরের পর্দা উঠছে আজ শনিবার সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। আর আইপিএলের এই টুর্নামেন্টকে বর্ণিল করতে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। আয়োজনকে রঙিন করতে মু্ম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে থাকছেন বলিউডের পরিচিত মুখগুলি।
মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে দর্শক মাতাবেন হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়া, বরুন ধাওয়ানরা। এদের মধ্যে আইপিএলের উদ্বোধন অনুষ্ঠানের আগে জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃতিক রোশন মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে মহড়াও সেরে ফেলেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচে মাঠে নামবে আইপিএল গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে মুম্বাইয়ের প্রতিপক্ষ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আট টায়। তবে উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বাই এবং চেন্নাইয়ের সকল খেলোয়াড় উপস্থিত থাকতে পারবেন না। তবে দু'দলের অধিনায়ক থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়া আইপিএলের বাকি দলগুলোর অধিনায়কদের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার কথা আছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস