এবার বার্সেলোনা ছাড়ছেন আরেক সুপারস্টার

ফুটবল
এবার বার্সেলোনা ছাড়ছেন আরেক সুপারস্টার
চাইনিজ সুপার লীগে খেলার প্রস্তাবের কথা স্বীকার করে বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন এই সপ্তাহেই ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

শনিবার মাদ্রিদে সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে মূল আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন ইনিয়েস্তা। ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থবারের মত শিরোপা জিতেছে বার্সা। ম্যাচের ৫২ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেছে ইনিয়েস্তা।

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ ম্যাচ শেষে চাইনিজ সুপার লীগ থেকে ইনিয়েস্তার প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে চোংকিং লিফান ক্লাবেই খেলতে যাচ্ছেন স্প্যানিশ এই অভিজ্ঞ মিডফিল্ডার।

শনিবারের ফাইনালে শেষের দিকে যখন ইনিয়েস্তাকে বদলি বেঞ্চে পাঠানো হয় তখন বার্সা সমর্থকরা উঠে দাঁড়িয়ে, গান গেয়ে, হাত তালি দিয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে বিদায় জানিয়েছেন। ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন বার্সেলোনায়। ২০০১ সালে বার্সেলোনা-বি দলের জার্সি গায়ে যাত্রা শুরু করে এখনো এই ক্লাবেই আছেন। ম্যাচ শেষে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ইনিয়েস্তা।

কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন, এই সপ্তাহেই সবার কাছে নিজের সিদ্ধান্ত জানাবো। দীর্ঘ সময় এখানে অনেক স্মৃতি, অনেক আবেগ জমে গেছে। আজকের এই শিরোপাটা উপহার দিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই শিরোপটা বার্সা সমর্থকদের প্রাপ্য। ব্যক্তিগত ভাবে আমি খুশি। যে ধরনের ভালোবাসা ও শ্রদ্ধা আমি এখানে পেয়েছি তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি শেষবারের মত লীগ শিরোপাটাও বার্সাকে দিয়ে যেতে পারবো।

চলতি মৌসুমের শুরুতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার চুক্তি করেছিলেন ইনিয়েস্তা। কিন্তু চুক্তির শর্তানুযায়ী প্রতি মৌসুমের পরে তার ক্লাব ছাড়ার অনুমতিও ছিল।



গোলবন্যায় আবারো চ্যাম্পিয়ন মেসির বার্সা

সেভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রে-এর জিতল বার্সেলোনা৷ এই নিয়ে টানা চতুর্থবার কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো স্প্যানিশ ফুটবল জায়ান্টরা৷ শনিবার ওয়ান্দা মেট্রোপলিটনের মাঠে সুয়ারেজ ও মেসি খেলার প্রথমার্ধেয় তিন গোলে দলকে এগিয়ে দেন৷ শেষ পর্যন্ত ০-৫ গোলস্কোর ম্যাচ জেতে বার্সা৷

প্রথমার্ধে তিনবার জালে বল পাঠিয়ে জয়-পরাজয়ের হিসেব অনেকটাই শেষ করে দেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখে একচেটিয়া জয় তুলে নেয় তারা।

১৪তম মিনিটে শুরুটা করেন সুয়ারেস। দারুণ এক পাল্টা আক্রমণে ডি-বক্সের মধ্যে ডান দিক থেকে ফিলিপে কৌতিনিয়োর গোলমুখে বাড়ানো বল নিখুঁত টোকায় ঠিকানায় পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। ৩১তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে পাস দেন জর্দি আলবা। প্রথম ছোঁয়ায় জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা মেসি।

৪০তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে মেসিকে বল বাড়িয়ে দ্রুত ছুটে যান সুয়ারেস। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চমৎকার ফিরতি পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নীচু শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে উৎসবে যোগ দেন ইনিয়েস্তা। মেসির সঙ্গে বল দেওয়া নেয়ার মাঝে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার ক্লেম লংলের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়ার বিপক্ষে এই নিয়ে মোট আটটি ফাইনাল খেলে সাতটিতে জিতল কাতালান ক্লাবটি। এগিয়ে গেল ঘরোয়া ‘ডাবল’ জয়ের পথে। লা লিগায় নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে এরনেস্তো ভালভেরদের দল।