বিরাটের স্থান অটুট, পিছলেন অশ্বিন
দুবাই: আইপিএল শুরু আগে টেস্ট ক্রিকেটে নিজের স্থান ধরে রাখলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টন৷ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি৷ সাত নম্বরে নিজের জায়গা ধরে রাখলেন টিম নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ তবে বোলারদের তালিকায় এক ধাপ পিছোলেন রবিচন্দ্রন অশ্বিন৷
টেস্ট ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছেন সদ্য নির্বাসিত অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ(৯২৭)৷ তাঁর থেকে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট(৯১২)৷ তবে অগস্টে ইংল্যান্ড সফরে স্মিথকে টপকে এক নম্বরে চলে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাটের সামনে৷ কারণ সম্প্রতি বল-বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন হয়েছে স্মিথের৷
তবে টেস্ট আঙিনায় পা-রেখেই প্রথম বছরেই আইসিসি ব়্যাংকিংয়ে প্রথম ১০ ঢুকে পড়লেন প্রোটিয়া ওপেনার অ্যাডেন মার্করাম৷ ন’ নম্বরে রয়েছেন তিনি৷ মঙ্গলবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা৷ জো’বার্গে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়ে ৩-১ সিরিজ জিতেছে প্রোটিয়াবাহিনী৷ এই টেস্টে ১৫২ ও ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মার্করাম৷
বোলারদের মধ্যে অশ্বিন পিছলেও অল-রাউন্ডার হিসেবে দ্বিতীয় স্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা৷টিম হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত৷ ৫,৩১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট অ্যান্ড কোং৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড৷