বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ৩ কেজি স্বর্ণ ও  মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ও গতকাল শনিবার সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ অভিযনি চালায়। 

এ ঘটনায় জড়িত ৮ জন যাত্রীকে গ্রেফতার করা হয়ছে। তাদের কাছ থেকে ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও চারটি আই ফোন সেট ও চারটি আইওয়াচ জব্দ করা হয়েছে। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, দুবাই থেকে সিলেটগামী বিজি-২৪৮ বিমান শনিবার সকালে ট্রানজিটের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে দিদারুল আলম ও মোক্তার উদ্দিন নামে দুই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হয়। তখন তাদের কাছ থেকে ৪ শত ৬৬ গ্রাম স্বর্ণের বার, ৪টি আই ফোনল ও ৪টি আইওয়াচ উদ্ধার করা হয়। আটককৃত এ গুলোর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অপর দিকে গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ থেকে আগত বিজি ০৪০ বিমানের ৬ যাত্রীর আন্ডারওয়ার ও জুতার ভেতর থেকে ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।