কানাডায় হকি দলের বাসের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১৪
একটি প্লে-অফ ম্যাচে বিজয়ী হওয়ার পর গত ২৪ মার্চ হামবোলডথ ব্রনকস দলের টুইটার অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়
কানাডার একটি জুনিয়র আইস হকি দলকে বহনকারী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
কানাডা পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কানাডার সাসকাচুয়ান প্রদেশের টিসডেইলের উত্তরাঞ্চলে হাইওয়ে থার্টি ফাইভে সাসকাচুয়ানের জুনিয়র হকি লিগের দল হামবোলডথ ব্রনকসের টিম বাসের সঙ্গে লরিটির সংঘর্ষের ঘটনা ঘটে।
কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশ জানায়, বাসে থাকা ২৮ জনের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হয়েছে। বাসের অপর ১৪ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইটে তিনি লিখেছেন, 'এদের বাবা-মারা এখন কিসের ভেতর দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামবোলডথ ব্রনকস দলটি নিপাউইন হকসের বিপক্ষে লিগের প্লে-অফ ম্যাচ খেলতে যাচ্ছিল। দলটির খেলোয়াড়দের তালিকা অনুযায়ী, তাদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।