অবশেষে কাতারের ব্যাপারে সুর নরম হলো সৌদি আরবের!
কাতারকে চলতি বছর আরব লীগ সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৫ এপ্রিল সৌদি আরবের রিয়াদে আরব লীগ সামিট অনুষ্ঠিত হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে মুখপাত্র লুলওয়া আল খাতের বলেন, কাতার আরব সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পেয়েছে। তবে যোগ দেওয়ার ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
এর আগে গত মাসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছিলেন, সমঝোতা ছাড়া কাতারকে তিনি কখনোই মেনে নেবেন না। তবে তার মানে এই নয় যে আসন্ন আরব সামিটেও কাতারকে যোগ দিতে দেওয়া হবে না। তাছাড়া আরব লীগের অভ্যন্তরীণ রীতি অনুযায়ী আয়োজক দেশ অন্য সদস্যদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়ে থাকে।
উল্লেখ্য, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।