রবিবারে মাঠ ও মাঠের বাইরে জোড়া যুদ্ধ জয় ইস্টবেঙ্গলের, বাগানকে ‘হারিয়ে’ স্বস্তি কর্তাদের
সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ১-০ গোলে আইজলকে হারিয়ে।
রবিবাসরীয় কলিঙ্গ স্টেডিয়াম জোড়া যুদ্ধ জয়ের সাক্ষী হয়ে থাকল। অনেক সমর্থকদের উদ্বেগে রেখে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে পাওয়া গোলে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তবে আসল যুদ্ধ জয় কিন্তু সারা হয়ে গিয়েছিল ২৪ ঘণ্টা আগেই। কাতসুমির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে।
দড়ি টানাটানি চলছিল বেশ কিছুদিন ধরেই। ইস্টবেঙ্গল কর্তারা চাইছিলেন সাত মাসের জন্য তাঁকে সই করাতে, যা কাতসুমি একেবারেই চাইছিলেন না। এদিকে ইউসা কাতসুমিকে ঘরে ফেরাতে মরিয়া ছিল মোহনবাগান। বাগান কর্তাদের পাকা কথা প্রায় দিয়েই ফেলেছিলেন জাপানি তারকা। শেষমেশ টুইস্ট সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলার ঠিক আগেই।
তারকা ফুটবলার হাতছাড়া হতে চলেছে বুঝে আসরে নামেন লাল-হলুদ কর্তারা। শেষ পর্যন্ত কাতসুমিকে ধরে রাখতে সমর্থ হন কর্তারা।
কাতসুমিকে ধরে রাখার দিনেই সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল। আইজলের বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল লালডানমাইয়া রালতে-র। ডুডু-র পরিবর্তে নামা ক্রোমাকে বক্সের মধ্যেই ফাউল করেন বিপক্ষ গোলকিপার লালমপুঁইয়া। প্রাপ্ত পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল রালতের।