বিশ্বজয়ের দিনেই ধোনি পেলেন নতুন সম্মান। দেশের একাদশ ক্রিকেটার হিসেবে নজির
আজকের দিনেই নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সাত বছর পরে বিশ্বজয়ের দিনেই ধোনি পেলেন বড় পুরস্কার।
MS Dhoni
মহেন্দ্র সিংহ ধোনি। নিজস্ব ছবি
২০১১ সালের আজকের দিনেই ওয়াংখেড়েতে বিশ্বকাপ হাতে তুলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরাকে গ্যালারিতে ফেলে দিয়ে ২৮ বছর বাদে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন তিনি
তার পর কেটে গিয়েছে সাত-সাতটা বছর। এখন নেতৃত্ব হারিয়েছেন তিনি। তবুও ধোনির ‘গ্ল্যামার’ কোনও অংশে কমেনি। বিরাট কোহলি দেশের ক্যাপ্টেন হলেও অলিখিত নেতা যেন ধোনিই। তিনিই দল পরিচালনা করেন। প্রয়োজনের সময়ে কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এই ধোনিই।
বিশ্বজয়ের দিনেই মাহি পেলেন নতুন সম্মান। সোমবার পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হল ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে। প্রজাতন্ত্র দিবসের দিনেই ঘোষণা করে দেওয়া হয়েছিল পদ্মভূষণ সম্মান দেওয়া হবে মাহিকে।
সেই মতো এদিন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে সম্মানিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দেশের একাদশ ক্রিকেটার হিসেবে পদ্মভূষণ সম্মান পেলেন ধোনি। এদিন লেফটেন্যান্ট কর্নেলের পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাহি। রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নেওয়ার সময়ে ধোনির হাঁটাচলা দেখে মনে হচ্ছিল, তিনি যেন সেনাবাহিনীর কর্মী।
এগিয়ে আসছে এবারের আইপিএল। ধোনি ফিরে গিয়েছেন তাঁর দ্বিতীয় ঘর চেন্নাই সুপার কিংস দলে। সেখানে ফিরে চোখে জল এসে গিয়েছিল মাহির। চলতি মাসের ৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করছেন ধোনি।
এদিন ধোনির সঙ্গে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় পঙ্কজ আদবানিকেও।