চেন্নাইয়ে হারের
পরেও নাচ! শাহরুখের পার্টিতে নাইটদের হুল্লোড়
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। ৩৬ বলে ঝোড়ো ৮৮ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেল-ঝড়ও কিন্তু চেন্নাইকে থামাতে পারেনি।
সিএসকে-র কাছে হারের পরে সমালোচনায় ক্ষতবিক্ষত হতে হয়েছে কেকেআর-এর তারকা বোলার বিনয় কুমারকে। হারের রেশ কিন্তু পড়েনি দলের বাকি সদস্যদের উপরে। কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন-সহ একাধিক তারকাকে। ‘কিং খান’-এর পার্টির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। ৩৬ বলে ঝোড়ো ৮৮ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেল-ঝড়ও কিন্তু চেন্নাইকে থামাতে পারেনি। স্যাম বিলিংসের মারমুখী ব্যাটিংয়ে কলকাতাকে হারিয়ে ম্যাচ জিতে নেয় সিএসকে। পরে শাহরুখের কাছ থেকে নাচের পদক্ষেপ শিখতে দেখা যায় রাসেলকে। মনোযোগ দিয়ে ‘কিং খান’-এর নাচের স্টেপ খতিয়ে দেখে তা তোলার চেষ্টা করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।