চীনে সম্পর্কের বরফ গলানো সফরে মোদী

চীনে সম্পর্কের বরফ গলানো সফরে মোদী
সীমান্তবর্তী ডোকলাম সঙ্কটের মাত্র কয়েকমাসের মাথায় চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ডোকলাম নিয়ে ভারত-চীনের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে এমন বৈঠক হতে পারাটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ছিল না।

কিন্তু শুক্রবারই চীনে সম্পর্কের বরফ গলানো সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এরই মধ্যে চীনের হুবেই প্রদেশের উহান শহরে পৌঁছেছেন মোদী।

শুক্রবার স্থানীয় সময় বিকালেই প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিংয়ের বৈঠকে বসার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশই গোলযোগপূর্ণ সম্পর্ক মেরামতের চেষ্টা নেবে।

দুই দিনের সফরে মোদী ও শি জিনপিং কয়েক দফা আলোচনা চালাবেন। তারা হুবেই রাজ্যের মিউজিয়াম পরিদর্শন করবেন এবং সেখানেও আলোচনায় বসবেন।

ভারত ও চীনের সংবাদমাধ্যমে বলা হয়েছে শুক্র ও শনি দুইদিনই চীনের প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।

তাদের মধ্যে বৈঠকটি হবে অনেকটা ঘরোয়া বৈঠকের মত। সেখানে তাদের কোনো সহযোগী কিংবা কোনো পূর্ব নির্ধারিত অলোচ্যসূচিও থাকছে না। তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন।

 উহানে পৌঁছানোর পর মোদী এরই মধ্যে শি জিনপিংকে আগামী বছর ভারতেও এরকম অনানুষ্ঠানিক বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

গণমাধ্যম মোদীর মন্তব্য প্রচার করেছে। এতে তিনি বলেছেন, “দুই দেশের মধ্যে এরকম অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকের রীতি চালু হোক এটিই আমি আশা করি। ২০১৯ সালে আমরা ভারতে এরকম অনানুষ্ঠানিক বৈঠক করতে পারলে আমি খুশী হব।”

ওদিকে, শি জিনপিং বলেন, “ভারত এবং চীনের আঞ্চলিক প্রভাব বাড়াসহ বিশ্বেও দু’দেশ প্রভাবশালী হয়ে উঠছে। সামনের দিনগুলোতে আমরা চীন-ভারত সহযোগিতায় গতি সঞ্চার হওয়া এবং উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি।”