মুম্বাইয়ের প্রথম জয়ের পর যা বললেন মুস্তাফিজ

মুম্বাইয়ের প্রথম জয়ের পর যা বললেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে আগামীকাল মঙ্গলবার প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের তিন ম্যাচ হারা দলটির অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানও তাই খুশি। যদিও এদিন ভালো যায়নি কাটার মাস্টারের। ৪ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান। এছাড়া আগের তিন ম্যাচের প্রত্যেকটিতে উইকেট পেলেও এদিন ছিলেন উইকেটশূন্য। তারপরও দল জেতায় দারুণ খুশি মুস্তাফিজ।

জয়ের পর মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজ লিখেছেন, শক্তিশালী দলের (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) বিরুদ্ধে আজ বড় জয়। আশা করি, সামনের ম্যাচগুলোতে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।