রোনালদো-মেসিকে পেলে-মারাদোনার সঙ্গে তুলনা বুফ্ফনের
চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে অসাধারণ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোকে পেলে ও দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা করেছেন জানলুইজি বুফ্ফন। কিংবদন্তি দুই ফুটবলারের সঙ্গে বার্সেলোনার লিওনেল মেসিকেও তুলনা করেছেন ইতালিয়ান ক্লাবটির এই গোলরক্ষক।
মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া রোনালদো দ্বিতীয়ার্ধে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো এক গোল করেন। অবদান রাখেন মার্সেলোর করা অপর গোলেও।
হারের পর রোনালদো ও মেসির মতো খেলোয়াড়দের জন্য কেবল প্রশংসাই ঝরল ইউভেন্তুসের অধিনায়ক বুফ্ফনের কণ্ঠে।
“আমরা দেখেছি রোনালদো সবসময় কী অবস্থায় থাকে; অসাধারণ পর্যায়ের একজন খেলোয়াড় যে লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ বিষয়গুলো অর্জন করছে।”
“যেভাবে তারা শেষ পর্যন্ত ম্যাচগুলোর ফল নির্ধারণ করতে পারে এবং দলকে শিরোপা জেতাতে পারে এই মানের জন্য তাদেরকে মারাদোনা ও পেলের তুলনা করা উচিত।”
বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পাননি বুফ্ফন। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হারায় ফিরতি লেগের আগেই এবার সেই স্বপ্নের শেষ দেখছেন ৪০ বছর বয়সী এই খেলোয়াড়।
“ভুল হতে পারে। আপনি শীর্ষ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছেন। তারা আপনাকে স্বাভাবিকের চেয়ে কম নিখুঁত হতে বাধ্য করবে।”
“আমি অনুতাপ ও হতাশা বোধ করছি। কারণ আমরা সম্ভবত এগিয়ে যেতে পারব না।”