মহারাজের মতোই জামা খুলবেন বিরাট! কবে, কোথায় খোলসা করলেন সৌরভের সামনেই
ন্যাটওয়েস্ট ট্রফি এখন ইতিহাস। সৌরভের জামা ওড়ানোর দৃশ্য কিংবদন্তি হয়ে গিয়েছে। সৌরভও খেলা ছেড়েছেন অনেকদিন হল। মহারাজের পরে কাউকেই জামা খুলে ওড়াতে দেখা যায়নি ক্রিকেটমাঠে।
লর্ডসের বারান্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জামা ওড়ানোর দৃশ্য এখন ‘আইকন’-এ পর্যবসিত হয়েছে। ১৬ বছর আগে বিলেতে গিয়ে দৃষ্টান্ত তৈরি করে এসেছিলেন মহারাজ। সেই দৃশ্য এখনও মুছে ফেলা সম্ভব হয়নি। ন্যাটওয়েস্ট ট্রফি আর সৌরভ সমার্থক হয়ে গিয়েছে।
ন্যাটওয়েস্ট ট্রফি এখন ইতিহাস। সৌরভের জামা ওড়ানোর দৃশ্য কিংবদন্তি হয়ে গিয়েছে। সৌরভও খেলা ছেড়েছেন অনেকদিন হল। মহারাজের পরে কাউকেই জামা খুলে ওড়াতে দেখা যায়নি ক্রিকেটমাঠে। ফের কি সেরকমই দৃশ্য দেখা যেতে পারে? একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিরাট কোহলি জানিয়ে দেন, ২০১৯ বিশ্বকাপ ভারত জিতলে অক্সফোর্ড স্ট্রিটে খালি গায়ে হাঁটতে শুরু করে দেবেন তিনি।
রবিবার আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই কারণেই এখন শহরে কোহলি। বই প্রকাশ অনুষ্ঠানে সৌরভের ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পরের দৃশ্যের অবতারণা হয়। মহারাজের জামা ওড়ানোর প্রসঙ্গ উঠতেই কোহলি দাঁড়িয়ে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে। মহারাজের সংযোজন, ‘‘আমার বিশ্বাস বিশ্বকাপ জিতলে অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে ফেলবে কোহলি। আমাদের ক্যামেরাগুলো তখন তৈরি রাখতে হবে। কোহলির সিক্স প্যাক রয়েছে। কোহলি যদি জামা খুলে ফেলে তাহলে আমি অন্তত বিস্মিত হব না।’’
সৌরভের সুরে সুর মেলান কোহলি। জানিয়ে দেন, ২০১৯ বিশ্বকাপ জিতলে অক্সফোর্ড স্ট্রিটে আদুর গায়েই হাঁটতে শুরু করে দেবেন তিনি। পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক জানান, ‘‘আমার মনে হয় না আমি একা জামা খুলব।’’ সেদিন কিন্তু সৌরভ একাই লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়েছিলেন। কোহলি জামা খুলে ফেললে তাঁকে অনুসরণ করবেন আরও অনেকে। কোহলির কথা শেষ না হতেই সৌরভ হার্দিক পাণ্ড্যর নাম নেন। কোহলি সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দেন, ‘‘আমি নিশ্চিত হার্দিক পাণ্ড্যও আমাকে অনুসরণ করবে। আমি ১২০ শতাংশ নিশ্চিত। বুমরাহও আমাদের সঙ্গে যোগ দেবে। কারণ ওরও সিক্স প্যাক রয়েছে। আরও অনেকেই আমাদের সঙ্গী হতে হবে।’’
এখন অপেক্ষা ২০১৯ বিশ্বকাপের। ভারত বিশ্বকাপ জিতলে যে দৃশ্যকল্পের সৃষ্টি হবে, তা এখন থেকেই অনুমান করা সম্ভব। অন্তত শনিবার কোহলি এবং সৌরভের কথোপকথন শোনার পরে।