হারের কারণ জানালেন বিরাট

হারের কারণ জানালেন বিরাট
নাইটদের স্বপ্নের শুরু! বিরাটদের হারিয়ে একাদশ আইপিএল পথ চলা শুরু করল কিং খানের কলকাতা। নতুন ক্যাপ্টেনের হাত ধরে প্রথম ম্যাচেই ১৭৭ রান তাড়া করে সহজ জয় কেকেআরের।

বল হাতে সফল না হলেও ব্যাট হাতে কামাল দেখান নাইটদের ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিন। ক্যারিবিয়ান অফ-স্পিনারের ব্যাটিং দাপটে স্কোর বোর্ডে ১৭৬ রান তুলেও ম্যাচ হারল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

গৌতম গম্ভীরের উত্তরসূরি হিসেবে একাদশ আইপিএল নাইটদের নেতৃত্বের ব্যাটন উঠেছে দীনেশ কার্তিকের হাতে। জয় দিয়ে অভিযান শুরু করে স্বভাবতই খুশি নাইট অধিনায়ক।

ম্যাচ শেষে কার্তিক জানান, ‘শুরুটা ভালো হওয়ায় খুশি। বিরাট ও এবি ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত থাকলে আমাদের কাজটা কঠিন হত। কিন্তু আমরা ভাগ্যবান একই ওভারে বিরাট ও এবিডি-কে তুলে নিতে পেরেছি। নারিন দারুণ ব্যাটিং করেছে।’

নাইটদের হয়ে লক্ষ্য তাড়া করতে নামেন নারিন ও লিন। অসি অল-রাউন্ডার সফল না হলেও ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে নাইটদের জয়ের ভিত তৈরি করেন নারিন। শেষ পর্যন্ত ১৯ বলে পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে ৫০ রান করে আউট হন।

ম্যাচের সেরা নারিন বলেন, ‘বল সুন্দর ব্যাটে আসছিল। আমি নিজেকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখি না। তবে দলের পক্ষ থেকে আমাকে যে ভূমিকা দেয়া হয়, সেটা প্রমাণ করার চেষ্টা করি। রান না পেলেও কিছু এসে যেত না।’

আরসিবি ইনিংস যখন সুন্দর গতিতে এগোচ্ছিল, ঠিক তখনই এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে নাইটদের ম্যাচে ফেরান নিতিশ রানা। ইনিংসের ১৫তম ওভারে কেকেআরের এই পার্টটাইম স্পিনারের শিকার হন ডি’ভিলিয়ার্স ও বিরাট কোহলি। তার পর বেশি দূর এগোতে পারেনি আরসিবি ইনিংস। শেষ ওভারে ১৬ রান নিয়ে স্কোর বোর্ডে ১৭৬ রান তোলে আরসিবি। রান তাড়া করতে নেমে প্রথমে নারিন, পরে নীতিশ রানা ও ক্যাপ্টেন কার্তিকের ব্যাটে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর।

ম্যাচ হারের পর আরসিবি ক্যাপ্টেন বিরাট বলেন, ‘আমরা প্রায় ১৫-১৬ রান কম করেছিল। মিডল অভারগুলোতে আমরা সেভাবে রান তুলতে পারিনি। পর পর দুই বলে এবিডি ও আমি আউট হওয়ায় গেম চেঞ্জ হয়ে যায়। এছাড়াও সুনীলের বিধ্বংসী ব্যাটিং ওদের টার্গটে সহজ করে দেয়।’