উসমানের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
আগের ম্যাচে অভিষেকে উইকেট পেয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় বলেই। সেটি যেন ছিল ‘ট্রেইলার’। দ্বিতীয় ম্যাচে উসমান খান শিনওয়ারি দেখালেন পুরোটা। বিধ্বংসী স্পেলে ৩.৩ ওভারেই ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন ব্যাটিং। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৫-০ ব্যবধানে।
এ নিয়ে টানা ১২ ওয়ানডে হারল শ্রীলঙ্কা, পাকিস্তান জিতল টানা নয়টি। এই বছর এটি লঙ্কানদের তৃতীয়বার ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার। এর আগে হেরেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে।
সোমবার শারজায় উসমানের বোলিংয়ে ১০৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান জিতে যায় ২০.২ ওভারে।
উইকেটে পেসারদের জন্য খুব বেশি কিছু ছিল না। বরং ছিল মোটামুটি ব্যাটিং সহায়কই। এমন উইকেটেই আগুন ঝরালেন উসমান।
এই বাঁহাতি পেসারের তোপ শুরু ইনিংসের প্রথম ওভার থেকেই। ওভারের পঞ্চম ও শেষ বলে পরপর ফিরিয়ে দেন সাদিরা সামারাবিক্রমা ও দিনেশ চান্দিমালকে।
পরের ওভারের হ্যাটট্রিক করতে পারেননি, প্রথম বলে উপুল থারাঙ্গা মারেন চার। তবে সেটি পুষিয়ে দিতেই কিনা, ওই ওভারেই নেন আরও দুই উইকেট!
এরপর এক ওভারের বিরতি। নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আরেকটি উইকেট। মিলিন্দা সিরিবর্দনাকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। ২১ বলেই ৫ উইকেট!
শ্রীলঙ্কার রান তখন ৫ উইকেটে ২০। নতুন বলে উসমানের তাণ্ডবের পর বাকি কাজ সেরেছেন নিয়মিত দুই উইকেট শিকারি হাসান আলি ও শাদাব খান।
শ্রীলঙ্কার ভরসা হয়ে থাকা লাহিরু থিরিমান্নেকে ফেরান হাসান আলি। ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করা থিসারা পেরেরাকে বিদায় করেন লেগ স্পিনার শাদাব।
শারজায় আগে চারবার একশর নিচে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। আরও একবার শঙ্কায় ছিল, ৮৫ রানে হারিয়েছিল ৯ উইকেট। শেষ জুটির সৌজন্যে দেখা পেয়েছে তারা তিন অঙ্কের। শেষ উইকেট নিয়ে লঙ্কানদের গুটিয়ে দিয়েছেন ওয়ানডের এক নম্বর বোলার হাসান।
সহজ রাত তাড়ায় পাকিস্তান জিতেছে অনায়াসেই। ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ৪৬ বলে ৪৮ রানে আউট হয়েছেন ফখর জামান। আরেক ওপেনার ইমাম-উল-হক অপরাজিত থাকেন ৪৫ রানে।
দুই দল মিলিয়েও ম্যাচ শেষ ৪৬.৪ ওভারেই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৬.২ ওভারে ১০৩ (থারাঙ্গা 8, সামারাবিক্রমা ০, চান্দিমাল ০, থিরিমান্নে ১৯, ডিকভেলা ০, সিরিবর্দনা ৬, প্রসন্ন ১৬, থিসারা ২৫, ভ্যান্ডারসে ২, চামিরা ১১, বিশ্ব ৭*; উসমান ৫/৩৪, আশরাফ ০/১২, ইমাদ ০/১২, হাসান ২/১৯, শাদাব ২/২৪, হাফিজ ০/১)।
পাকিস্তান: ২০.২ ওভারে ১০৫/১ (ইমাম ৪৫*, ফখর ৪৮, বাবর ৬৯*, আশরাফ ৫*; চামিরা ০/১৩, বিশ্ব ০/২১, ভ্যান্ডারসে ১/৩০, পেরেরা ০/১৮, প্রসন্ন ০/২১)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে পাকিস্তান ৫-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উসমান খান