ক্রিকেট
১১৩ রানে গুটিয়ে গেলো ভারত
ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটে ভারতকে হারালো ইংল্যান্ডের নারী দল। ফলে তিন ম্যাচের সিরিজ সমতায় ফিরল।
সোমবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ভারতের নারী দল।
সর্বোচ্চ ৪২ রান করেন বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। মিতালি ৪, হরমনপ্রীত ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দীপ্তি শর্মা ২৬ রান ছাড়া মিডল অর্ডারে কেউই রান পাননি।
ভারতের তিন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ইংল্যান্ডের হয়ে দুই স্পিনার ড্যানিয়েল হ্যাজেল ও সোফিয়ে চারটি করে উইকেট পেয়েছেন।
১১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯ ওভারে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ড্যানিয়েল ওয়াট ও ট্যামি বোমন্টের ৭৩ রানের ওপেনিং জুটি ইংল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেয়। ড্যানিয়েল ৪৭ ও জোনস ০ রানে আউট হলে অধিনায়ক হেদার নাইট, বোমন্টের সাথে জুটি বেঁধে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
১৪ রান খরচ করে চার উইকেট তুলে ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের সোফিয়ে একালস্টোন। এটাই ওয়ান ডে’তে তার কেরিয়ারে সেরা বোলিং।
১২ এপ্রিল সিরিজ নির্ণায়ক শেষ ম্যাচে নাগপুরে ইংল্যান্ডে মুখোমুখি হবে ভারত।
ভারতীয় ক্রিকেটারদের তুলোধুনো করলেন পাক অধিনায়ক
রাখ-ঢাকা রেখে কথা বলতে পারেন না তিনি। 'ঠোটকাঁটা' বলেই পরিচিত। বলা হচ্ছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের কথা। তিনি এবার তুলোধুনো করলেন ভারতীয় ক্রিকটোরদের। বললেন, কথায় কথায় গালি দেন বিরাট কোহলিরা। অথচ তাদের কিছু হয় না।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের সময় কোহলি মাঠে বাজে ভাষা ব্যবহার করেছিলেন, স্ট্যাম্প মাইক্রোফোনে সেটি ধরা পড়ে।
এই ঘটনার রেশ টেনে পাকিস্তানের সামা চ্যানেলে পাকিস্তানের অধিনায়ক বলেন, 'যখন কোহলি এমন বলে, মানুষ পছন্দ করে। কিন্তু যখন আমরা বলি মানুষ বলে, দেখুন তারা গালাগাল করছে। জনাব, তারাও প্রচুর গালাগালি করে। এমনকি সাধারণ কথা বলতে গেলেও তারা গালি দেয়। আমরা ধোনিকেও এমন করতে দেখেছি।'
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে পাকিস্তান। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা গালি দেয়ার সুযোগই পায়নি উল্লেখ করে সরফরাজ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তাদের এসব ভাবারই সুযোগ দেইনি। ফাখর জামান ১০-১৫ ওভারেই ম্যাচটা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে।'