আবার দাম কমল, জলের দরে এই স্মার্টফোন কবে কোথায় পাবেন জেনে নিন

আবার দাম কমল, জলের দরে এই স্মার্টফোন কবে কোথায় পাবেন জেনে নিন

এছড়াও এই ফোনের উপরে রয়েছে আরও একটি অফার।

আবার দাম কমল নোকিয়া-৬ ৩জিবি স্মার্টফোনের। ২০১৭-র জুন মাসে ভারতের বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করে। তখন ফোনটির দাম ছিল ১৪,৯৯৯ টাকা। মার্চ মাসে ফোনটির দাম ১৫০০ টাকা কমে বাজারে ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ফোনটির দাম আরও কমে হয়েছে ১২,৯৯৯ টাকা। তবে এত কম দামে শুধু আমাজন ইন্ডিয়াতেই এই ফোন মিলবে। 


সিলভার ও ম্যাট ব্ল্যাক এই দুই রংয়ের সেটেই থাকছে এই বিশেষ ছাড়। এই বছরেও নোকিয়া-৬ এর একটি নতুন ভারশন বাজারে আসার কথা। আর তার ঠিক আগেই এই পুরনো‌ ভারশনটির দাম কমল। 


এছাড়াও এই ফোনের উপরে আমাজনে রয়েছে এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে ফোনের দাম আরও কমে হবে ৯,৯২৫ টাকা। 

কিন্তু নোকিয়া-৬ এর ৪জিবির দামে কোনও পরিবর্তন হয়নি। ফ্লিপকার্টে এটি ১৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।