ভারতের বিরুদ্ধে বড় যুদ্ধের হুমকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ভারতের বিরুদ্ধে বড় যুদ্ধের হুমকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারত যদি সীমান্তে ভারী অস্ত্রের ব্যবহার ও যুদ্ধবিরতি অব্যাহত রাখে তাহলে দুই প্রতিবেশীর মধ্যে তা বড় ধরনের যুদ্ধের পথ খুলে দিতে পারে।

রাজধানী ইসলামাবাদে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কাশ্মির সংকট সমাধানের জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ শরীফ) সমস্ত কূটনৈতিক উপায় কাজে লাগবে। তবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তানি সেনারা তা মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে সক্ষম।

রোববার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ কাশ্মিরি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন খাজা আসিফ। তিনি বলেন, গত দুদিনে কাশ্মিরে নজিরবিহীন সহিংসতা হয়েছে। গত দু বছরে কাশ্মিরে স্বাধীনতার দাবিতে ৫২০ জন নিহত ও নয় হাজারের বেশি আহত হয়েছে বলেও জানান তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রী গতকালের সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতীয় সন্ত্রাসবাদের’ নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। এছাড়া, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সব ফোরামে পাকিস্তান সরকার কাশ্মির ইস্যুটি তুলে ধরছে। বিষয়টি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মহাসচিবের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, শুধু কাশ্মিরে নয় বরং মিয়ানমার ও ফিলিস্তিনেও মুসলমানদের রক্ত ঝরছে। এ অবস্থায় মুসলিম দেশগুলো কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে থাকবে বলে আশা করেন খাজা আসিফ।

ভারত-পাকিস্তান সংকটে যুদ্ধ কোনো সমাধান নয় : ফারুক আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন, ভারত-পাক সংকটে যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ হলে দেশের ৭০ বছরের উন্নতি শেষ হয়ে যাবে।

গত ২৩ ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। ফারুক আবদুল্লাহ বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় দেশকেই হৃদয় পরিষ্কার করে বিদ্বেষ ত্যাগ করলেই কেবল শান্তি আলোচনা সম্ভব হবে। আলোচনার মধ্যদিয়েই শান্তির পথ খুলতে হবে। কাশ্মিরে সীমান্ত রেখায় লড়াই, সীমান্ত নিয়ে দু’দেশকেই সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উভয় দেশেরই ক্ষতি হচ্ছে, প্রাণহানি হচ্ছে। যখন অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি ভালো শান্তি প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি বলতেন বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশি পরিবর্তন করা যায় না।’

ফারুক আবদুল্লাহ বলেন, ‘ভারত বিভিন্ন ধর্মের দেশ। এখানে সমস্ত ধর্মের মানুষ আছেন যা একটি পুষ্পস্তবকের মতো।’