বিপাকে ফেসবুক, আক্রান্ত ইউটিউব


বিবিধ
বিপাকে ফেসবুক, আক্রান্ত ইউটিউব
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অসৎ উদ্দেশ্যে ফেসবুকের পাবলিক প্রোফাইল ঘাঁটা হতে পারে। তাই এটিকে আরও সুরক্ষিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত ডেটা ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকা ব্যবহারকারীদের অনুমতি ছাড়া ৮ কোটি ৭০ লাখ লোকের তথ্য ঘেঁটে থাকতে পারে।

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘আমি দৃঢ়ভাবে বলছি আমাদের বিশ্লেষণ অনুযায়ী এটি ৮ কোটি ৭০ লাখের বেশি হবে না। এটা আরো কম হওয়ার কথা। কিন্তু আমরা বিশ্লেষণের মাধ্যমে এর সর্বোচ্চ সংখ্যা জানানোর চেষ্টা করেছি।’

অন্যদিকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সদরদপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে। পরে ওই নারীকে মৃতাবস্থায় পাওয়া গেছে। ওই নারী নিজের গুলিতেই মারা গেছে বলে জানাচ্ছে পুলিশ। ওই হামলায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে।

ক্যালিফোর্নিয়ায় সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ ইউটিউবের সদরদপ্তরের চারদিকে অবস্থান নেয়।

সান ব্রুনো পুলিশ প্রধান এড বারবেরিনি বলেছেন, ভবনের ভেতর ওই সন্দেহভাজন নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওই নারীর কাছে হ্যান্ডগান ছিল বলে ধারণা করা হচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে যে, তিনি নিজের বন্দুকের গুলিতে মারা গেছেন।

মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, ওই বন্দুক হামলায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ওই নারীর বয়ফ্রেন্ড বলে ধারণা করা হচ্ছে। আহত অন্য দুই জনের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর। অপর আরেক নারীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের মুখপাত্র।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, ইউটিউবের কর্মীরা বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে। এদিকে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।