বাসে সহপাঠীকে হেনস্তার পর বিক্ষোভে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসে সহপাঠীকে হেনস্তার পর বিক্ষোভে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রোববার দুপুরে তারা উত্তরা ৬ নম্বর সেক্টরের ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজউক স্কুল ও কলেজের সামনে বিক্ষোভ শুরু করে। সেখানে তুরাগ পরিবহনের বেশ কয়েকটি গাড়িও আটকে দেয় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এক নারী সহপাঠী তুরাগ পরিবহনের একটি বাসে পরিবহনকর্মীদের হাতে হেনস্তার শিকার হন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পারভেজ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার দুপুরে তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাড্ডা লিংক রোড থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে তুরাগ পরিবহনের একটি বাসে উঠেছিল।

“বাসটি কিছু দূর চলার পর প্রায় সব যাত্রী সব নেমে গেলে বাসের দরজা লাগিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মাঝ পথে নামিয়ে দেওয়া হয়।”

এই ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা না দেখে রোববার দুপুরের পর শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন বলে জানান পারভেজ।

শিক্ষার্থীরা বিক্ষোভে নামার পর  সেখানে পুলিশ যায়।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি গুলশান এলাকায় ঘটেছে। এ ব্যাপারে শিক্ষার্থী, পরিবহনের লোকজন একং পুলিশের সমন্বয়ে একটি টিম কাজ করছে।”

শিক্ষার্থীদের ‘বুঝিয়ে’ রাস্তা থেকে সরানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”