আইপিএলে খেলতে পারছেন না রাবাদা

ক্রিকেট
আইপিএলে খেলতে পারছেন না রাবাদা
ইনজুরির কারণে আগামীকাল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। পিঠে ইনজুরির কারণে টেস্ট র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষে থাকা এ বোলার পুরো আসরই মিস করছেন বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আকর্ষণী এ টি-২০ লীগে তাকে দল ভুক্ত করেছিল দিল্লি ডেয়ারডেভিলস।

লোয়ার-ব্যাক ইনজুরির কারণে আগামী তিন মাস রাবাদা খেলতে পারবেন না- জানিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

নিজ মাঠে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যাধানে জয় করা সিরিজের সেরা খেলোযাড় নির্বাচিত হন রাবাদা। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচেই ঠিকমত বোলিং করতে পারেননি এ তারকা বোলার।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজি বলেন, ‘পুনর্বাসন কর্মসূচি শুরু করার আগে এক মাস তাকে সকল প্রকার শারিরীক কসরত থেকে দূরে থাকতে হবে।

আাগমী জুলাই মাসে শ্রীলংকা সফরে রাবাদাকে পাওয়াই এখন দলের লক্ষ্য বলেও জানান মুসাজি।

২২ বছর বয়সী রাবাদা স্বল্প সময়ের ক্যারিয়ারেই বিশ্ব ক্রিকেটের শীর্ষ স্থান দখল করেছেন। তবে তার কাজের চাপ এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কয়েক দিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা মৌসুমে দলের ১০ টেস্টের সব ক’টিতেই খেলেছেন তিনি। এই ১০ ম্যাচে ১৬ দশমিক ৯৮ গড়ে মোট ৫৬ উইকেট শিকার করেছেন রাবাদা।

একই সাথে দলের হয়ে ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি।

More Link