রাতে কলকাতার মুখোমুখি হচ্ছে চেন্নাই
আইপিএলের ৩৩তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০৩ মে) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ চ্যানেলে।
পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে থাকা কলকাতা আজ নিজেদের নবম ম্যাচ খেলতে মাঠে নামবে। এর আগে আটটি ম্যাচ খেলে তারা চারটিতে জয় পেয়েছে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে থাকা চেন্নাই আজ নিজেদের নবম ম্যাচ খেলতে মাঠে নামবে। এর আগে তারা আটটি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), শুবম্যান গিল, টম কুররান, শিভম মাভি, পীযুশ চাওলা, কুলদীপ যাদব।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, ইমরান তাহির।