চুক্তি থেকে বাদ পড়া নিয়ে চিন্তিত নন সৌম্য

চুক্তি থেকে বাদ পড়া নিয়ে চিন্তিত নন সৌম্য
ব্যাটে আবার ঝড় তুলতে কাজ শুরু করেছেন সৌম্য। 
বাংলাদেশের সর্বশেষ ম্যাচেই দলের শেষ ভরসা হয়ে বল হাতে নিয়েছিলেন সৌম্য সরকার। দলকে শেষ বল পর্যন্ত আশায়ও রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। বল হাতে এমন বীরত্বও ব্যাটিং ব্যর্থতা আড়াল করতে পারেনি। টানা ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় চুক্তি থেকে কদিন আগেই বাদ পড়েছেন সৌম্য। কিন্তু এ নিয়ে চিন্তিত নন এই ওপেনার, আবারও পারফর্ম করে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সৌম্য। সেখানেই জানালেন চুক্তিতে আছেন কি নেই, এ নিয়ে তিনি চিন্তিত নন, ‘চুক্তি থেকে বাদ পড়ছি ওই রকম কোনো কিছু চিন্তা করি না। ওইটা তো আমার হাতে না। তাদের যদি ইচ্ছা হয়, আমি ভালো খেললে তারা নেবে। ওটা আমার হাতে নাই। তাই ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভও নাই।’

ক্রিকেট বোর্ডকে তাদের কাজটা করতে দিয়ে নিজের দায়িত্ব নিয়ে ভাবছেন সৌম্য, ‘আমার মনে হয় আমি কতটুকু দিতে পারব, আমি কোথায় ঠিক আছি, কোথায় কী ভুল হচ্ছে, সেটাই আমার দেখার বিষয়। ওরা (বোর্ড) কী করবে, ওটা আমার বিষয় না। আমার যাঁরা স্যার আছেন, সবার সঙ্গে কথা বলে কাজ করছি। আমার যেখানে যেখানে ঘাটতি আছে, স্যাররা যেগুলো বলছেন, সেগুলো নিয়ে বেশি কাজ করছি। তা ছাড়া স্কিল নিয়ে একটু বেশি মনোযোগ দিচ্ছি। হ্যাঁ, খারাপ সময় আসছে। আমার কাছে মনে হয় ভালো হয়েছে, খারাপটা তাড়াতাড়ি আসছে। আমি এখান থেকে যদি রিকভার করতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে।’

এ কারণেই চুক্তি থেকে বাদ দেওয়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন সৌম্য। কারণ তাঁর আত্মবিশ্বাস আছে, নিজের সেরাটা দিতে পারলেই বাকি বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলবে, ‘ভালো খেললে অবশ্যই আবার দলে আসব। চেষ্টা করছি ভালো খেলার জন্য, নিজের সেরাটা দেওয়ার জন্য। নিজের জায়গাটা ধরার জন্য।’