ভারতের টেস্ট দলের অধিনায়ক রাহানে, বাদ কোহলি

ক্রিকেট
ভারতের টেস্ট দলের অধিনায়ক রাহানে, বাদ কোহলি
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে আগামী মাসে নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
আগামী ১৪-১৮ জুন ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের অভিষেক টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।
দক্ষিণ আফ্রিকা সফর ও চলতি বছর শুরুর দিকে নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে বাদ পড়া করুণ নায়ার পুনরায় দলে ফিরেছেন। এ ছাড়া দলে ফিরেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ মিস করা ঋদ্ধিমান সাহা। তবে দলে জায়গা হয়নি রোহিত শর্মার।
কাউন্টি ক্রিকেট সারের হয়ে খেলা শেষ করে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে দলে ফিরবেন কোহলি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এ পর্যন্ত দারুণ ফর্ম দেখানো আম্বাতি রাইদুকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৭ ও ২৯ জুন দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে।
তিন টি-২০ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হওয়া ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব দেবেন কোহলি। ৩ জুলাই ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে প্রথম টি-২০। দ্বিতীয় ও তৃতীয়টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ জুলাই কার্ডিফে এবং ৮ জুলাই ব্রিস্টলে।

দুই দিন বিরতির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত-ইংল্যান্ড। প্রথম ম্যাচ নটিংহামে ১২ জুলাই। দ্বিতীয় ম্যাচ ১৪ জুলাই লর্ডসে, তৃতীয়টি ১৭ জুলাই লীডসে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ভারত দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও শারদুল ঠাকুর।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারত দল : বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্ডিক পান্ডিয়া, সিদ্বার্থ কাউল ও উমেশ যাদব।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারত দল : বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্ডিক পান্ডিয়া, সিদ্বার্থ কাউল ও উমেশ যাদব।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, আম্বাতি রাইদু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্ডিক পান্ডিয়া, সিদ্বার্থ কাউল ও উমেশ যাদব।


অস্ট্রেলিয়া দলের নতুন ওয়ানডে অধিনায়ক পেইন
নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে এবার নতুন ওয়ানডে ও টি২০ অধিনায়ক খুঁজে পেল অস্ট্রেলিয়া। আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য অসিদের নতুন অধিনায়ক হিসেবে টিম পেইনের নাম ঘোষনা করেছেন ল্যাঙ্গার। আর এই সিরিজে টি২০তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন এ্যারন ফিঞ্চ। বল টেম্পারিং স্ক্যান্ডালকে পিছনে ফেলে নতুন যুগের সূচনায় এগিয়ে যাওয়াই এখন অস্ট্রেলিয়ার সামনে মূল চ্যালেঞ্জ।

সে কারনে কোচ ল্যাঙ্গারও পেইনকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে নিজের প্রথম বড় সিদ্ধান্তের সফলতার অপেক্ষায় আছেন। বল টেম্পারিং ঘটনায় স্টিভ স্মিথের ১২ মাসের নিষেধাজ্ঞায় ইতোমধ্যেই ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইন টেস্ট দলের অধিনায়কত্ব লাভ করেছেন। দক্ষিণ আফ্রিকায় হতাশাজনক সিরিজ শেষ করার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজই হবে অস্ট্রেলিয়ার প্রথম দেশের বাইরে কোন সিরিজ। খেলোয়াড়রাও ভাল করেই জানেন সিরিজটি কতটা কঠিন হতে যাচ্ছে।
নির্বাচক কমিটির চেয়ারম্যার ট্রেভর হনস বলেছেন ইংল্যান্ড সফরে ১৫ সদস্যের দলের নেতৃত্বে পেইনের ক্ষমতার ওপরে ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরো ভরসা আছে। এই দলের সহ-অধিনায়ক হিসেবে আছেন এ্যারন ফিঞ্চ। বেশ কয়েক বছর সাইড লাইনে থাকার পরে গত নভেম্বরে আবারো জাতীয় দলে ফেরা পেইনের জন্য অবশ্য এই নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জিং। মাঠের বাইরে থাকাকালীন একসময় অবসরের কথাও চিন্তা করে ফেলেছিলেন পেইন। হনস বলেন, ‘টিম একজন শক্তিশালী নেতা, এ্যারনের সহযোগিতায় তার নেতৃত্বের ওপর আমাদের সকলেরই আস্থা আছে। ওয়ানডে দলের জন্য একজন স্থায়ী অধিনায়কের সিদ্ধান্ত দ্রুতই নেয়া হবে।’

আগামী ১৩ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হনস আরো জানিয়েছেন ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের সামনে নিজেদের ঝালিয়ে নেবার এটা অনেক বড় একটি সুযোগ। এই কন্ডিশনেই অস্ট্রেলিয়াকে তাদের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে হবে।

ওয়ানডে দল ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টি২০’র জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজের পরপরই জিম্বাবুয়ে ও পাকিস্তানকে নিয়ে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি২০ দলের অধিনায়কত্ব পেয়েছেন ফিঞ্চ, তার সহকারী হিসেবে রয়েছেন এ্যালেক্স ক্যারে।

এদিকে স্মিথের সাথে বল টেম্পারিং ঘটনায় জড়িত ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের জুলাইয়ে নর্দান টেরিটরিতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। ওয়ার্নার ও ব্যানক্রফট যথাক্রমে ১২ ও ৯ মাসের নিষেধাজ্ঞা পেলেও ক্লাব ক্রিকেটে তা কার্যকরী হবে না। এনটি ক্রিকেট প্রধান জোয়েল মরিসন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন সীমিত ওভারের স্ট্রাইক লীগে এই দুজনকে বিবেচনা করা হতে পারে।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল : টিম পেইন (অধিনায়ক), এ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), এ্যাস্টন আগার, এ্যালেক্স ক্যারে, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, ন্যাথান লিঁও, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্টানলেক, মার্কোস স্টোয়িনিস, এ্যান্ড্রু টাই।
টি২০ দল : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যালেক্স ক্যারে (সহ-অধিনায়ক), এ্যাস্টন আগার, ট্রেভিস হেড, নিক ম্যাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্টানলেক, মার্কোস স্টোয়িনিস, মিচেল সোয়েপসন, এ্যান্ড্রু টাই, জ্যাক উইল্ডারমাথ।