এটা ছিল ইনিয়েস্তার ক্লাসিকো: রামোস

এটা ছিল ইনিয়েস্তার ক্লাসিকো: রামোস

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার বৈরিতাকে দূরে ঠেলে প্রতিপক্ষের বিদায়ী অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সের্হিও রামোস। রোববারের উত্তাপ ছড়ানো লড়াইটিকে ‘ইনিয়েস্তার ক্লাসিকো’ বলে উল্লেখ করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

কাম্প নউয়ে ২-২ গোলে ড্র ম্যাচে শেষবারের মতো ক্লাসিকোয় বার্সেলোনার অধিনায়কত্ব করেন ইনিয়েস্তা। শুরুতে লুইস সুয়ারেসের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও রিয়ালকে ম্যাচে ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির আগে সের্হিও রবের্তো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ফের এগিয়ে নেন লিওনেল মেসি। পরে গ্যারেথ বেলের গোলে সমতায় মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

ম্যাচ শেষে দুদলের জয় না পাওয়ায় আক্ষেপ থাকলেও প্রতিপক্ষের বিদায়ী অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি রামোস।

সোমবার এক টুইট বার্তায় ইনিয়েস্তার জার্সি হাতে নিজের একটি ছবি পোস্ট করে রামোস লিখেন, “মাঠে যা কিছু ঘটেছে তার বাইরে গত রাতের ম্যাচটা ইনিয়েস্তার ক্লাসিকো হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তোমার অভাব বোধ করব, বন্ধু।”

গত মাসে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন ইনিয়েস্তা। এখনও অবশ্য নিজের পরবর্তী গন্তব্য জানাননি জাতীয় দল ও বার্সেলোনার হয়ে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ ৩৫টি বড় শিরোপা জয়ী ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।



ট্যাগ :
ইনিয়েস্তারিয়াল মাদ্রিদবার্সেলোনারামোস