সাকিবকে আইপিএলে অবহেলিতই মনে হচ্ছে
এবারের আইপিএলে সেরা খেলোয়াড় তালিকায় সাকিব অবস্থান করছেন দশে
বিদেশিদের মধ্যে চতুর্থ সেরা খেলোয়াড় সাকিব
বোলারদের মধ্যে আছে ১২ নম্বরে, ব্যাট হাতে নিচে নেমেও করেছেন ১৫৮ রান
নিলামে সর্বোচ্চ সাড়ে ১২ কোটি টাকা দামে বিক্রি হওয়া অলরাউন্ডার বেন স্টোকসও ধারেকাছে নেই সাকিবের
ঢাকায় আজ বেশ গরম। তার চেয়ে উত্তপ্ত ফেসবুক। সকালবেলা ঢুকতেই ফেসবুক স্বাগত জানিয়ে বলেছিল, আজ বেশ গরম পড়তে পারে। তাই বলে এত উত্তাপ!
সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক উত্তপ্ত হয়ে আছে। কাল সানরাইজার্স হায়দরাবাদ আরও একটি কম পুঁজির ম্যাচ জিতেছে। তাতে ‘কিঞ্চিৎ’ ভূমিকা রেখেছেন সাকিব। ৪৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার ধাক্কা সামলেছেন কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ বলে ৬৪ রানের জুটি গড়ে। ৩২ বলে ৩৫ রান টি-টোয়েন্টি-সুলভ ব্যাটিং মনে না-ও হতে পারে অনেকের কাছে। কিন্তু ওই পরিস্থিতি সাকিবের কাজ ছিল একপ্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রাখা। বল হাতে ৩৬ রানে দুই উইকেট। উইকেট দুটি বিরাট কোহলি আর পার্থিব প্যাটেলের। যখনই দুজন হাত খুলে মারতে শুরু করেছেন, সাকিব দেখিয়ে দিয়েছেন সাজঘর।
বল হাতে দলের সেরা, ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান...তবু সাকিব ম্যান অব দ্য ম্যাচ নন। রাগ না-হওয়াটাই তো অস্বাভাবিক। এবারের আইপিএলে আরও অন্তত একটি ম্যাচে সাকিবের হাতে ম্যাচসেরার পুরস্কার দেখতে না পাওয়াটা বিস্ময়কর ছিল। নিজের পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রানে ২ উইকেট আর ২১ বলে ২৭ রানের ইনিংস খেলেও ম্যাচসেরা হননি। হয়েছিলেন ২১ রানে ২ উইকেট নেওয়া সানরাইজার্স সতীর্থ বিলি স্ট্যানলেক।
বাংলাদেশিদের আবেগ বেশি। কিন্তু পরিসংখ্যান তো আবেগী নয়, নিরেট। তাই পরিসংখ্যান ঘেঁটে দেখতে ইচ্ছে হলো, সাকিব এবারের আইপিএলে প্রাপ্য সম্মান পাচ্ছেন না; এ অভিযোগ কি আসলেই সত্যি? নাকি স্রেফ আবেগী?
এই মুহূর্তে আইপিএলের সেরা খেলোয়াড়দের তালিকায় সাকিব আল হাসান দশম অবস্থানে। সেরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ! আইপিএলের কোটি কোটি টাকার নিলামের খেলোয়াড়দের তুলনায় সাকিব অনেক এগিয়ে। এই মুহূর্তে তাঁর প্রাপ্ত পয়েন্ট ১৬২। একজন খেলোয়াড়ের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং নিয়ে এ রেটিং করা হয়। বিদেশি খেলোয়াড়দের মধ্যে শুধু সুনীল নারাইন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেলই তাঁর ওপরে।
বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১২তম। ১০ উইকেট তাঁর। সর্বোচ্চ উইকেট যে দুজনের, সেই উমেশ যাদব বা হার্দিক পান্ডিয়া খুব বেশি দূরে নেই। দুজনের উইকেট ১৪টি। পাওয়ার প্লে, নিজের প্রথম স্পেলের চ্যালেঞ্জ সামলাচ্ছেন। মাঝপথে রানের চাকা থামাতে অধিনায়কের নির্ভরতার প্রতিদান দিচ্ছেন। সানরাইজার্সকে এবারের সেরা বোলিং আক্রমণ গড়ে তোলার পেছনে পালন করছেন দারুণ ভূমিকা।
ব্যাটিংয়ে ৩৫তম। শুনে যতটা খারাপ মনে হচ্ছে, ততটা মোটেও নয়। ২২.৫৭ গড়ে রান ১৫৮। এবারের আইপিএলে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ রুপি দামে বিক্রি হওয়া বেন স্টোকস ১৭.৭৭ গড়ে রান করেছেন ১৬০। আইপিএলে সাকিব খেলেনই বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। সানরাইজার্সে তবু পাঁচ-ছয়ে ব্যাটিং পাচ্ছেন, কেকেআরের আরও নিচেও নামতে হতো। পাঁচ নম্বরে নেমেও খুব বেশি করার সুযোগ থাকে না। আর বেশি সুযোগ পাওয়ার মানেও হলো শুরুর দিকের ব্যাটিং-ধস। আর এ রকম পরিস্থিতিতে যতবার সাকিবকে নামতে হয়েছে, আস্থার প্রতিদান দিয়েছেন।
গতকালই টিভি সাক্ষাৎকারে দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেছেন, সাকিব প্রত্যেক ম্যাচেই কোনো না কোনোভাবে পারফর্ম করছে, সে হিসাবে সে আন্ডাররেটেড হয়ে আছে। ততটা আলোচনায় আসছে না। লক্ষ্মণ কথাটা একেবারেই মন্দ বলেননি। কেকেআর ছেড়ে দেওয়ার পরই সাকিব নিজের সেরা আইপিএলটা যেন কাটাচ্ছেন এবার। তবু ‘৭৫’ নম্বর জার্সিটার বেলায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচনের বিচারকেরা ‘৯-৬’ করছেনই।
আইপিএলে ভারতীয় ও বিদেশি খেলোয়াড় মিলে ২০০ জনের বিশাল বহর। তার মধ্যে সেরা ১০ খেলোয়াড়ের একজন। তবু সাকিবকে নিয়ে বাক্য খরচে অনীহা যেন ভারতের টিভি কি পত্র-পত্রিকাগুলোরও। অবশ্য এসব নিয়ে সাকিবের থোড়াই কেয়ার!
এবারের আইপিএলে সেরা খেলোয়াড় তালিকায় সাকিব অবস্থান করছেন দশে
বিদেশিদের মধ্যে চতুর্থ সেরা খেলোয়াড় সাকিব
বোলারদের মধ্যে আছে ১২ নম্বরে, ব্যাট হাতে নিচে নেমেও করেছেন ১৫৮ রান
নিলামে সর্বোচ্চ সাড়ে ১২ কোটি টাকা দামে বিক্রি হওয়া অলরাউন্ডার বেন স্টোকসও ধারেকাছে নেই সাকিবের
ঢাকায় আজ বেশ গরম। তার চেয়ে উত্তপ্ত ফেসবুক। সকালবেলা ঢুকতেই ফেসবুক স্বাগত জানিয়ে বলেছিল, আজ বেশ গরম পড়তে পারে। তাই বলে এত উত্তাপ!
সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক উত্তপ্ত হয়ে আছে। কাল সানরাইজার্স হায়দরাবাদ আরও একটি কম পুঁজির ম্যাচ জিতেছে। তাতে ‘কিঞ্চিৎ’ ভূমিকা রেখেছেন সাকিব। ৪৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার ধাক্কা সামলেছেন কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ বলে ৬৪ রানের জুটি গড়ে। ৩২ বলে ৩৫ রান টি-টোয়েন্টি-সুলভ ব্যাটিং মনে না-ও হতে পারে অনেকের কাছে। কিন্তু ওই পরিস্থিতি সাকিবের কাজ ছিল একপ্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রাখা। বল হাতে ৩৬ রানে দুই উইকেট। উইকেট দুটি বিরাট কোহলি আর পার্থিব প্যাটেলের। যখনই দুজন হাত খুলে মারতে শুরু করেছেন, সাকিব দেখিয়ে দিয়েছেন সাজঘর।
বল হাতে দলের সেরা, ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান...তবু সাকিব ম্যান অব দ্য ম্যাচ নন। রাগ না-হওয়াটাই তো অস্বাভাবিক। এবারের আইপিএলে আরও অন্তত একটি ম্যাচে সাকিবের হাতে ম্যাচসেরার পুরস্কার দেখতে না পাওয়াটা বিস্ময়কর ছিল। নিজের পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রানে ২ উইকেট আর ২১ বলে ২৭ রানের ইনিংস খেলেও ম্যাচসেরা হননি। হয়েছিলেন ২১ রানে ২ উইকেট নেওয়া সানরাইজার্স সতীর্থ বিলি স্ট্যানলেক।
বাংলাদেশিদের আবেগ বেশি। কিন্তু পরিসংখ্যান তো আবেগী নয়, নিরেট। তাই পরিসংখ্যান ঘেঁটে দেখতে ইচ্ছে হলো, সাকিব এবারের আইপিএলে প্রাপ্য সম্মান পাচ্ছেন না; এ অভিযোগ কি আসলেই সত্যি? নাকি স্রেফ আবেগী?
এই মুহূর্তে আইপিএলের সেরা খেলোয়াড়দের তালিকায় সাকিব আল হাসান দশম অবস্থানে। সেরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ! আইপিএলের কোটি কোটি টাকার নিলামের খেলোয়াড়দের তুলনায় সাকিব অনেক এগিয়ে। এই মুহূর্তে তাঁর প্রাপ্ত পয়েন্ট ১৬২। একজন খেলোয়াড়ের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং নিয়ে এ রেটিং করা হয়। বিদেশি খেলোয়াড়দের মধ্যে শুধু সুনীল নারাইন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেলই তাঁর ওপরে।
বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১২তম। ১০ উইকেট তাঁর। সর্বোচ্চ উইকেট যে দুজনের, সেই উমেশ যাদব বা হার্দিক পান্ডিয়া খুব বেশি দূরে নেই। দুজনের উইকেট ১৪টি। পাওয়ার প্লে, নিজের প্রথম স্পেলের চ্যালেঞ্জ সামলাচ্ছেন। মাঝপথে রানের চাকা থামাতে অধিনায়কের নির্ভরতার প্রতিদান দিচ্ছেন। সানরাইজার্সকে এবারের সেরা বোলিং আক্রমণ গড়ে তোলার পেছনে পালন করছেন দারুণ ভূমিকা।
ব্যাটিংয়ে ৩৫তম। শুনে যতটা খারাপ মনে হচ্ছে, ততটা মোটেও নয়। ২২.৫৭ গড়ে রান ১৫৮। এবারের আইপিএলে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ রুপি দামে বিক্রি হওয়া বেন স্টোকস ১৭.৭৭ গড়ে রান করেছেন ১৬০। আইপিএলে সাকিব খেলেনই বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। সানরাইজার্সে তবু পাঁচ-ছয়ে ব্যাটিং পাচ্ছেন, কেকেআরের আরও নিচেও নামতে হতো। পাঁচ নম্বরে নেমেও খুব বেশি করার সুযোগ থাকে না। আর বেশি সুযোগ পাওয়ার মানেও হলো শুরুর দিকের ব্যাটিং-ধস। আর এ রকম পরিস্থিতিতে যতবার সাকিবকে নামতে হয়েছে, আস্থার প্রতিদান দিয়েছেন।
গতকালই টিভি সাক্ষাৎকারে দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেছেন, সাকিব প্রত্যেক ম্যাচেই কোনো না কোনোভাবে পারফর্ম করছে, সে হিসাবে সে আন্ডাররেটেড হয়ে আছে। ততটা আলোচনায় আসছে না। লক্ষ্মণ কথাটা একেবারেই মন্দ বলেননি। কেকেআর ছেড়ে দেওয়ার পরই সাকিব নিজের সেরা আইপিএলটা যেন কাটাচ্ছেন এবার। তবু ‘৭৫’ নম্বর জার্সিটার বেলায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচনের বিচারকেরা ‘৯-৬’ করছেনই।
আইপিএলে ভারতীয় ও বিদেশি খেলোয়াড় মিলে ২০০ জনের বিশাল বহর। তার মধ্যে সেরা ১০ খেলোয়াড়ের একজন। তবু সাকিবকে নিয়ে বাক্য খরচে অনীহা যেন ভারতের টিভি কি পত্র-পত্রিকাগুলোরও। অবশ্য এসব নিয়ে সাকিবের থোড়াই কেয়ার!