কালবৈশাখীর তান্ডবে নেত্রকোনা লণ্ডভণ্ড : নিহত ১

কালবৈশাখীর তান্ডবে নেত্রকোনা লণ্ডভণ্ড : নিহত ১
নেত্রকোনা : নেত্রকোনা সদরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘর চাপায় আব্দুল মালেক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদরের আমতলা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১১ মে) সকাল ৭ টায় শুরু হওয়া আধাঘণ্টার শিলাবৃষ্টি ও ঝড়ে বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক পাকা ও আধা কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে শিশুসহ আহত হয়েছেন অর্ধশত নারী-পুরুষ।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানান, ঝড় থেমে যাওয়ার পর থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ১৮ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ৪ জন ভর্তি হয়েছেন। বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঝড়ে জেলায় বিদ্যুৎ মূূল সংযোগের হাজার ভোল্টের বেশ কয়েকটি বৈদ্যুতিক থাম বিভিন্ন জায়গায় ভেঙে পড়ায় সকাল থেকেই বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

শহরের বিভিন্ন এলাকার অলিগলিসহ প্রধান প্রধান সড়কে গাছ, রাজনৈতিক নেতাকর্মীদের সাঁটানো তোরণ ও বৈদ্যুতিক থাম ভেঙে পড়ে সড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচলেও বাধার সৃষ্টি করছে।

স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শহর পরিচ্ছন্নতায় ভাঙা স্থাপনা ও গাছপালা সড়ক থেকে সরিয়ে নিতে নেত্রকোনা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা একযোগে কাজ করছেন।

এ ব্যপারে ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. আল আমিন জানান, জনদুর্ভোগ দূর করতে ফায়ার সার্ভিস কর্মীরা সাধ্যমত কাজ করছেন। যেসব স্থানে ভাঙা গাছপালা ও বিদ্যুতের ছেড়া তারের জন্য মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে সেসব প্রতিটি স্থানে কর্মীরা নিয়োজিম রয়েছেন।

নেত্রকোনার বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ ফের চালু হওয়ার ব্যপারে সঠিক কোনো তথ্য না দিতে না পারলেও জেলাবাসী বলছেন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় কর্মক্ষেত্রে স্থবিরতা নেমে আসবে। যদি না সঠিক সময়ে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
Picture:





সুত্র-বাংলানিউজ