বিরাটকে ‘অপমান’ আফগান ক্রিকেটারের, তারকা ক্রিকেটারকে নিয়ে বক্রোক্তি

বিরাটকে ‘অপমান’ আফগান ক্রিকেটারের, তারকা ক্রিকেটারকে নিয়ে বক্রোক্তি
এমনিতে মারকুটে ব্যাটিং করার জন্য আফগানিস্তানের তারকা ক্রিকেটার বেশ জনপ্রিয়। তিনিই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন এই কথা।

বিরাট কোহলির আফগানিস্তানে না খেলা নিয়ে বিভিন্ন স্তরে সমালোচনা চলছে। ১৪ থেকে ১৮ জুন বেঙ্গালুরুতে ভারতের আফগানিস্তান বিরুদ্ধে একটি টেস্টের সময়েই বিরাট কোহলি সম্ভবত কাউন্টিতে খেলবেন। তা নিয়ে এখনও বিতর্ক চলছে।

এর মধ্যেই কোহলিকে ঘুরিয়ে অপমান করলেন আফগান তারকা ক্রিকেটার মহম্মদ শেহজাদ। তাঁর ওজন তিন অঙ্ক ছুঁইছুঁই। পৃথুল শরীরের এই ক্রিকেটারই এবার সাফ জানিয়ে দিলেন, এত্ত ওজন নিয়েই তিনি যখন ছক্কা হাঁকাতে পারেন, তাহলে বিরাট কোহলির মতো ডায়েট করার প্রয়োজন কি।


এমনিতে মারকুটে ব্যাটিং করার জন্য আফগানিস্তানের তারকা ক্রিকেটার বেশ জনপ্রিয়। মহম্মদ শেহজাদই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ফিটনেসের জন্য যেমন খাটি, তেমনই ভরপুর খাওয়া দাওয়াও করি। কোহলির মতো ফিটনেস রুটিন ফলো করা, এটা সম্ভব-ই নয়।’’

এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন আফগান তারকা। বলে দেন, ‘‘কোহলি যত বড় ছক্কা মারতে পারে, আমি তার থেকেও বড়সড় ওভার বাউন্ডারি হাঁকাতে পারি। তাই ওঁর মতো অনুশাসন মেনে ডায়েট ফলো করার দরকার কি!’’

ভারতেও বেশ জনপ্রিয় শেহজাদ। তিনি আগেই বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধবন, সুরেশ রায়নাদের সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব রয়েছে। বেশি ওজনের জন্য তাঁকে মাঝেমাঝেই ব্যাঁকা কথা শুনতে হয়। তবে তিনি এতে দমছেন না। তাঁর বক্তব্য, ‘‘আমার কোচ (ফিল সিমন্স) জানেন আমি ৫০ ওভার টানা ব্যাট ও কিপিং করতে পারি। ওজন নিয়ে আমার কোনওদিনই কোনও সমস্যা হয়নি।’