সোশাল মিডিয়ার তারকা মিঠুনের দত্তক কন্যা দিশানী
বলিউড মানেই বংশ পরম্পরায় তারকা হওয়ার হিড়িক। কারিশমা কাপুর বা কারিনা কাপুরই শুধু নয়, হালের শ্রীদেবী-কন্যা জাহ্নবী বা সাইফ কন্যা সারা আলি খানের কথাই ধরুন, প্রথম সিনেমা মুক্তির আগেই তারা রীতিমতো তারকা।
সেরকমই একজন তারকা হওয়ার পথে রয়েছেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। ইন্সটাগ্রাম, টুইটার কিংবা ফেসবুক- সবখানেই তার ফলোয়ার সংখ্যা অনেক। অন্তর্জালে নতুন নতুন পোস্ট দিয়ে তিনি সাড়া ফেলছেন প্রতিনিয়তই।
অথচ’ দিশানী কিন্তু মিঠুন চক্রবর্তীর ঔরসজাত সন্তান নন! দিশানীর প্রকৃত বাবা-মা জন্মের পরপরই তাকে আস্তকুঁড়ে ফেলে দেয়। খবররের কাগজে এ নিয়ে সংবাদ বেরোলে কেঁদে ওঠে মিঠুনের মন। স্ত্রী যোগীতা বালির সঙ্গে পরামর্শ করে তখনই শিশুটিকে দত্তক গ্রহণের ব্যবস্থা করেন তিনি।
দত্তক হলেও নিজের আপন সন্তানেনর মতোই স্নেহ ও ভালোবাসা দিয়ে দিশানীকে বড় করেছেন মিঠুন। দিশানীও বাবা বলতে পাগল। কিন্তু সহসাই তাকে বলিউডে দেখা যাবে কিনা- এ নিয়ে রয়েছে সংশয়। কারণ মিঠুন চান না দিশানী ক্যামেরার সামনে আসুক।