ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলা উচিত হবে না: জাতিসংঘ মহাসচিব

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলা উচিত হবে না: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, 'ভালো বিকল্প পাওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তি ছিঁড়ে ফেলাটা আমাদের উচিত হবে না। না হলে আমরা বিপজ্জনক সময়ের মুখোমুখি হতে পারি।'

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে গুতেরেস এসব কথা বলেন। এসময় তিনি ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে না যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন।

গুতেরেস বলেন, ২০১৫ সালের এই চুক্তি রক্ষা করা না হলো যুদ্ধ বেঁধে যাওয়ার সত্যিকারের ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ রোধে দেশটির সঙ্গে ছয়টি দেশের এই আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল। ওই চুক্তিতে বলা হয়েছিল, ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার প্রেক্ষিতে দেশটি তার পরমাণু কর্মসূচি সীমিত করবে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প বরাবরই এ চুক্তির সমালোচনা করে আসছিলেন। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১২ মে পর্যন্ত সময় পাচ্ছেন ট্রাম্প। এরপর চুক্তিটি নবায়ন করার কথা রয়েছে।

এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, ‘ইরান পরমাণু চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং এটি বজায় রাখা উচিত।ভালো বিকল্প পাওয়ার আগে এই চুক্তি ছিঁড়ে ফেলাটা আমাদের উচিত হবে না।’